আজ ২২ অক্টোবর ২০২২ইং তারিখে জাতীয় প্রেসক্লাবের সামনে হাজারও জনতার উপস্থিতিতে হেযবুত তওহীদের উপর চলে আসা হামলা, অফিস ভাঙ্চুর, উষ্কানী, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কর্মীদের হত্যার বিচারের দাবিতে মুখ খুলেন দলটির শীর্ষনেতা। টানা ২ ঘন্টাধিক প্রেসেক্লাবের সম্মুখে বক্তব্য শেষে রাজপথে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে জাতীয় শিল্পকলা একাডেমীর সম্মুখ গেইটে এসে শেষ হয়।
বিচারের দাবীতে হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন- “আমাদের আন্দোলনের এ পর্যন্ত ৫ জন ভাইবোন শহীদ হয়েছেন। তাদেরকে সন্ত্রাসী কায়দায় হত্যা করা হয়েছে। কারা করেছে, কিভাবে করেছে, কেন করছে সেসব সবার কাছে পরিষ্কার। তাদের বিচারের আওতায় আনা হয় নি। বরং অপরাধীরা নির্ভিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। প্রতিনিয়ত আমাদের হত্যার হুমকি দেওয়া হয়। আমরা প্রশাসনের দারস্ত হয়েছি। প্রশাসন আমাদের শুধুই বিচারের স্বান্তনা দেয়”। তাই মানববন্ধনে ইমাম হোসাইন মোহাম্মদ অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। যদি সুষ্ঠুভাবে তা না হয়, তবে হেযবুত তওহীদের কর্মীদের যেকোন কঠোর কর্মসূচির উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান।