মৌলভীবাজারে প্রিয়দলকে শুভকামনা জানিয়ে মোটরসাইকেল র্যালি করেছে আর্জেন্টিনার সমর্থকরা। শনিবার (১৭ ডিসেম্বর) শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট রোডে গিয়ে শেষ হয়। র্যালিতে শত শত মোটরসাইকেলে করে সহস্রাধিক সমর্থক অংশ নেয়।
এসময় তারা মেসি ও আর্জেন্টিনা স্লোগানে মুখরিত করে তোলেন। মিছিলে আসা আর্জেন্টিনা সমর্থক তুহিন আহমদ বলেন, বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে অংশ নিচ্ছে।
তাদের স্বাগত জানিয়ে এ র্যালি করেছি। এর আগে আমাদের শহর সেজেছে বিশ্বকাপের আমেজে। আমি চাই এবার মেসির হাতে বিশ্বকাপ উঠুক। সামাদ মিয়া নামের আরেক আর্জেন্টিনা সমর্থক জানান, খেলা বোঝার পর থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও জার্মানির কাছে হেরে ফিরে আসতে হয়েছে।
এরপর কোপা আমেরিকা ও ফিনালিসিমায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের মাঠ ছাড়বেন মেসির আর্জেন্টিনা।