আজ বৃহষ্পতিবার সকালে শাহবাগের মুক্তিযোদ্ধা প্রজন্ম চত্ত্বরে দেশের বিভিন্ন জেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেতা-কর্মীদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর এক মানববন্ধনে উভয় সংগঠনের নেতা-কর্মীরা হাতে হাত রেখে শপথ বাক্য পাঠ করেন।
শপথ বাক্য পাঠকালে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লায়ন মোঃ নূর ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধারা রক্ত আর জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে আর বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ সারাদেশে সঙ্গবদ্ধ হয়ে সে স্বাধীনতা রক্ষা করে এবং দেশনেত্রী, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা গড়ার পূর্ণ সহযোগিতা করে চলেছে। এসময় রাজনীতির এ ক্রান্তিকালে সমস্ত অপশক্তি মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করে হাতে হাত রেখে শপথ গ্রহণ করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ।
মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়ন মোঃ নূর ইসলামের সঞ্চালনায় দুই পর্বের অনুষ্ঠানের ২য় পর্বে শাহবাগ থেকে র্যালি বের করে নেতৃবৃন্দ জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে উপস্থিত হয়। দ্বিতীয় পর্বের আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ সাইফুল রহমান ছোটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মোল্যা।
এসময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন-সহ সংগঠনের নেতা-কর্মী ও সদস্যবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
রানা আহাম্মেদ। ঢাকা