একযুগে হঠাৎ করে সারাদেশের ন্যায় পুরো মৌলভীবাজার জেলা বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে। ফলে বিদ্যুৎহীন হয়ে পড়ে জেলার সবকটি উপজেলা। সাড়ে চার ঘণ্টা পর ৬টা ৩৫ মিনিটে বিদ্যুৎ আসলে জনজীবনে ফিরে আসে স্বস্তি। কিন্তু ৫ মিনিট থাকার পর পর আবার চলে যায়।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা থেকে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে সবাই স্বাভাবিক প্রক্রিয়া ভেবেছেন। পরবর্তীতে যখন বিভিন্ন মাধ্যমে মানুষজন জেনেছেন সারাদেশে বিদ্যুৎ নেই তখন একটা আতঙ্ক ও ছুটোছুটি শুরু হয় ঘরে বাইরে। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা থাকায় গরমে ও রোদে তারাও পড়েন বিপাকে। অনেকের বাসাবাড়িতে পানি ঠিক আছে কি না চেক করেন। যাদের পানি কম সাশ্রয় করার উদ্যোগী হন। অনেকে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ মুল লাইন থেকে বিচ্ছিন্ন করেন। বিভিন্ন ব্যবসায়ীরাও পড়েন বিড়ম্বনায়, বিদ্যুৎ ও নেটওয়ার্ক না থাকায় পূজোর এ সময় ব্যবসায় সমস্যা দেখা দেয়। মৌলভীবাজার শহরের ব্যবসায়ী আজিম আলী জানান, আমার পুরো ব্যবসা বিদ্যুৎ ও নেটওয়ার্ক নির্ভর।
পাশাপাশি তরল পানিয়ও রয়েছে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আতঙ্ক আছি কি হচ্ছে, বিদ্যুৎ ৫ মিনিট দিয়ে আবার চলে গেলো।
মৌলভীবাজার শহরের গৃহিনী সুজানা আক্তার বলেন, পানির ট্যাংক খালি। কে জানে এভাবে বিদ্যুৎ থাকবে না। দীর্ঘক্ষণ পানি ও বিদ্যুৎ ছাড়া পরিবারের সবাইকে থাকতে হচ্ছে। ভেবেছি আজ আর বিদ্যুৎ না আসলে বিকল্প ব্যবস্থা করতে হবে, এছাড়া উপায় নেই। পিডিবি সিলেট এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম জানিয়েছেন, বেশিক্ষণ বিদ্যুৎ বিভ্রাট থাকবে না লাইনে কাজ হচ্ছে। খুব তাড়াতাড়ি এ সমস্যার সমাধান করা হবে।