কোভিড-১৯

করোনায় আরও ৬৫ জনের মৃত্যু

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৬ হাজার ৬২৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জন।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭১০ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৬ হাজার ৬২৮ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৪ হাজার ১২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ লাখ ৫৫ হাজার ১৮৭ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২২ কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৫৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৫ লাখ ৮৪ হাজার ৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৯ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ১৪০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬২৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker