অপরাধ

কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করলো উঠতি কিশোর গ্যাং

নগরীর কোতোয়ালী থানাধীন এলাকায় কলেজ ছাত্রকে রিক্সা থেকে নামিয়ে প্রকাশ্য দিবালোকে তুলে নিয়ে গিয়ে মারধর সহ উলঙ্গ করে টিকটক ভিডিও বানানোর অভিযোগ উঠেছে। শহীদ মিনার সংলগ্ন নির্মানাধীন একটি ভবনে আটকে রেখে অজয় সাহা নামের একজন কলেজ ছাত্রের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। এক পর্যায়ে তাকে উলঙ্গ করে টিকটক ভিডিও ধারণ করা হয়।

আহত অজয় সাহা
গুরুতর আহত অজয় সাহা

একই সময় অজয়ের বাবার নাম্বারে ফোন করে ছেলেকে ফিরে পেতে আদায় করা হয় মুক্তিপন। নগরীর একটি কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক স্মিথ চাকমা ও রুপক মাহাদীর নেতৃত্বে অজয় সাহা নামের কলেজ ছাত্রের উপর নির্যাতনের ঘটনায় গত ৯ই সেপ্টেম্বর সন্ধ্যায় কোতোয়ালী থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও ঘটনার মূলহোতা স্মিথ চাকমা ও রুপক মাহাদী গা ঢাকা দিয়েছে৷ ঘটনার পর গুরুতর আহত কলেজ ছাত্র অজয় সাহাকে অজ্ঞান অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পরদিন অজয় হাসপাতালের বেডে ঘটনার আবছা বর্ণনা দিলে তার বাবা স্বপন সাহা বাদি হয়ে একটি মামলাটি দায়ের করে। বাদি জানান, আমার ছেলে মাথায় আঘাত পাওয়ায় তখন বিস্তারিত খুলে বলতে পারেনি৷ আমি যতটুকু বুঝতে পেরেছি তাতে ৫ জনের নাম ও ঘটনার বিবরণ দেয়ার চেষ্টা করেছি৷ গতকাল (১৩ সেপ্টেম্বর) আমার ছেলে স্ববিস্তারে ঘটনার বিষয় জানালে আমরা বুঝতে পারি সেদিন পুরো ঘটনাটি স্মিথ চাকমা ও রুপক মাহাদীর নেতৃত্বেই হয়েছিলো৷

ভিকটিম অজয় সাহা আজ (১৪ ই সেপ্টেম্বর) বিভিন্ন গণ মাধ্যমের সাংবাদিকদের কাছে সেদিনের ঘটনা তুলে ধরেন৷ এসময় তার শরীরে বিশেষ করে মুখে, চোখে ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে৷ বেধড়ক লাঠির আঘাতে এখনো সে চলাফেরা করতে পারছেনা

এমইএস কলেজে বিবিএস এর শিক্ষার্থী অজয় সাহা (২৬) জানান, ৯ সেপ্টেম্বর বিকেলে শপিং করার জন্য কোতোয়ালী থানাধীন নিউ মার্কেটস্থ রিয়াজউদ্দিন বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাসা হইতে বের হয়। সন্ধ্যা অনুমান ৬টায় কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাব রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পৌছামত পূর্ব শত্রুতার জের ধরে স্মিথ চাকমার নেতৃত্বে অজ্ঞাতনামা ১০/১২ জন তাকে তুলে নেয়। এরপর তাকে শহীদ মিনারের পাশের নির্মানাধীন ভবনে নিয়ে গিয়ে স্মিথ চাকমা, রুপক মেহেদী ও তাদের কিশোর গ্যাং এর ১০/১২ জন লাঠিশোটা দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায়, হাতে, পিঠে, চোখে, ঠোটে এবং কোমরে গুরম্তর রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে তাকে উলঙ্গ করে রুপক মেহেদী তার মোবাইলে ভিডিও ধারণ করে। এসময় সে ভিডিও দিয়ে টিকটক বানাবে বলে জানায়। এসময় এজাহারে উল্লেখিত অপর তিন আসামী যারা অজয় সাহার বন্ধু হয় তারা উপস্থিত থাকলেও বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসেনি। সেই বন্ধুরা হলো, ইসফার (২৭), জিসান রাজ দেব (২৪) ও শৈবাল মজুমদার (২৬)। এই তিনজনকে ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে তাদের বাসা থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনায় জড়িত না থাকলেও সেখানে উপস্থিত থাকার কথা স্বিকার করে৷ তাদের দাবি স্মিথ ও রুপকের ডাকে তারা ঘটনাস্থলে গিয়েছিলো৷

এ ব্যাপারে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন জানিয়েছেন, মামলার উল্লেখিত ৫ জনের মধ্যে ৩ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়৷ অপর দুইজনকে গ্রেফতারে চেষ্টা অব্যহত রয়েছে৷

এদিকে একাধিক সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী অমিত মুহুরী কারা অভ্যান্তরে খুন হওয়ার পর স্মিথ চাকমা ও রুপক মেহেদীর নেতৃত্বে একটি গ্যাং নগরীর শহীদ মিনার, জুবলী রোড, জামাল খান ও রাজা পুকুর লেইন এলাকায় একাধিক কিশোর গ্যাং এর নেতৃত্ব দিচ্ছে। রাজাপুকুর লেইনের বাসিন্দা স্মিথ চাকমা ও জামাল খানের বাসিন্দা রুপক মেহেদী শহীদ মিনার এলাকায় গাঁজার আসর বসিয়ে নিয়মিত মাদক সেবন করতো৷ নাম প্রকাশে অনিচ্ছুক জামাল খান আজাদী গলির একাধিক জন জানিয়েছে স্মিথ ও রুপকের পরিবারকে অনেকবার অভিযোগ দিয়েও বিচার পায়নি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button