কৃষি বার্তাসারাদেশ

গোবিন্দগঞ্জে সম্ভাব্য ক্ষতি পুষিয়ে নিতে কৃষক পেল ধানবীজ

গাইবান্ধা সংবাদদাতা : নদীবেষ্টিত জেলা গাইবান্ধা। প্রত্যেক বছর এই জেলার বিভিন্ন উপজেলা দিয়ে বয়ে যায় বন্যা। এতে ক্ষতিগ্রস্ত হয় কৃষকেরা। তাই এ বছর বন্যার আগাম প্রস্তুতি নিয়েছে গোবিন্দগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগ। বন্যায় সম্ভাব্য ক্ষতি পুষিয়ে নিতে ২৪০ জন কৃষককে বিনামূল্যে দেয়া হয়েছে ধানবীজ।

সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ কৃষক প্রশিক্ষণ হলরুমে ওইসব কৃষকদের মাঝে রোপা আমন ধানবীজ বিতরণ করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যনা মো. আব্দুল লতিফ প্রধান,  উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী প্রমূখ।

গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ বলেন, চলতি আমন মৌসুমে আগাম প্রস্তুতি হিসেবে বন্যায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নাবী জাতের ধানবীজ বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ২৪০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে ধানবীজ দেয়া হয়। এসব উৎপাদিত বীজ চারা থেকে প্রায় এক হাজার ২০০ বিঘা জমি রোপন করা যাবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker