বিনোদন

দুই মামলায় জামিন পেলেন নিপুণ রায়

স্টাফ রিপোর্টার : গাড়ি পোড়ানো ও নাশকতা সৃষ্টির অভিযোগে করা দুই মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত সময়ের জন্য তাঁকে জামিন দেওয়া হয়েছে।

জামিন চেয়ে তাঁর করা পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই আদেশ দেন।

ওই দুই মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে জামিন চেয়ে গত ২৭ মে হাইকোর্টে পৃথক আবেদন করেন নিপুণ রায়। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশীদ।

পরে আইনজীবী নিতাই রায় চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই দুই মামলায় জামিন হওয়ায় নিপুণ রায় চৌধুরীর কারামুক্তিতে আইনগত বাধা নেই। ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশীদ বলেন, আলোচনা করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব আইনজীবী নিপুণ রায় চৌধুরীকে গত ২৮ মার্চ আটক করে পুলিশ। গাড়ি পোড়ানোর অভিযোগে ২৮ মার্চ যাত্রাবাড়ী থানায় এবং নাশকতা সৃষ্টির অভিযোগে ২৯ মার্চ হাজারীবাগ থানায় তাঁর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker