জেলা সংবাদ

মেহেরপুরের মদনাডাঙ্গা গ্রামে এক প্রসূতির চার সন্তানের জন্ম

মেহেরপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন মেরিনা বেগম নামে এক নারী। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোন অস্ত্রোপচার ছাড়াই ৪ সন্তানের জন্ম দেন তিনি। ৪ নবজাতকের জন্মের মাত্র ২ ঘন্টার মধ্যে তিনজন ও বাড়িতে আসার পরে আরো একজনের মৃত্যু হয়েছে।

মেরিনা বেগম মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের মদনাডাঙ্গা গ্রামের প্রবাসী আব্দুস সাত্তার এর স্ত্রী। ৪ নবজাতকের সকলেই ছেলে।

প্রসূতির পরিবারের হিসাব আলী জানান, গত রোববার (১৫ অক্টোবর) সকালে অন্তঃসত্ত্বা মেরিনা বেগমের প্রসব বেদনা উঠলে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থায় অবনতি দেখা দিলে গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরো অবনতি দেখা দিলে রাত সাড়ে ১০ টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোন অস্ত্রপচার ছাড়াই পরপর ৪টি ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়। সন্তানদের নাম রাখা হয় আবু বক্কর, সোলাইমান, হাবিব ও সাইম। ভূমিষ্ঠ হওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যে আবু বক্কর, হাবিব ও সাইম মারা যায় এবং বাড়িতে ফিরে এসে শিশু সোলাইমানের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে বল্লভপুর হাসপাতালে প্রেরণ করা হয়। পথিমধ্যে তারও মৃত্যু হয়।

এদিকে ৪ সন্তানের জননী মেরিনা বেগম বর্তমানে শারীরিকভাবে সুস্থ রয়েছেন এবং বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছেন তার ভাসুর হিসাব আলী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker