প্রবাস বার্তা

সরকারিভাবে ফিজিতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ফিজিতে কম খরচে সরকারিভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

বোয়েসেলের ওয়েবসাইটে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হেবি ডিজেল ও অটো মেকানিক’সহ বেশ কিছু পদে ৬৯ কর্মী (পুরুষ) নিয়োগ দিবে ফিজি। এক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

১. পদের নাম: হেবি ডিজেল মেকানিক, পদের সংখ্যা: ৫টি, বেতন প্রতি ঘণ্টায়: ৬-৭ ফিজি ডলার, বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

২. পদের নাম: অটো মোবাইল মেকানিক্স, পদের সংখ্যা: ৮টি, বেতন প্রতি ঘণ্টায়: ৬-৭ ফিজি ডলার, বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

৩. পদের নাম: এসি ও রেফ্রিজারেটর টেকনিসিয়ান, পদের সংখ্যা: ৬টি, বেতন প্রতি ঘণ্টায়: ৬-৭ ফিজি ডলার, বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

৪. পদের নাম: বাস ও ট্রাক ইলেক্ট্রেসিয়ান, পদের সংখ্যা: ৫টি, বেতন প্রতি ঘণ্টায়: ৬-৭ ফিজি ডলার, বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

৫. পদের নাম: অটো মোবাইল প্যানেল বিটার ও স্প্রে পেইন্টার, পদের সংখ্যা: ৬টি, বেতন প্রতি ঘণ্টায়: ৬-৭ ফিজি ডলার, বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

৬. পদের নাম: কিচেন স্টভ, ওয়াটার হিটার, ওয়াশিং মেশিন, মাইক্রোয়েভ অভেন্স, ইন্ডাকশন কুকারস টেকনিসিয়ান। পদের সংখ্যা: ৪টি, বেতন প্রতি ঘণ্টায়: ৬-৭ ফিজি ডলার, বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

৭. পদের নাম: কম্পিউটার, রেডিও, অডিও এবং টেলেভিশন টেকনিসিয়ান। পদের সংখ্যা: ৫টি, বেতন প্রতি ঘণ্টায়: ৬-৭ ফিজি ডলার, বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

৮. পদের নাম: মেশিন অপারেটর। পদের সংখ্যা: ৬টি, বেতন প্রতি ঘণ্টায়: ৪-৫ ফিজি ডলার, বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

৯. পদের নাম:ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সার্ভিস মেকানিক। পদের সংখ্যা: ৫টি, বেতন প্রতি ঘণ্টায়: ৬-৭ ফিজি ডলার, বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

১০. পদের নাম: ইআরপি সফটওয়্যার ডেভলোপার। পদের সংখ্যা: ৩টি, বেতন: আলোচনা সাপেক্ষে, বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

১১. পদের নাম: মেনুফেকচারিং ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা: ২টি, বেতন: আলোচনা সাপেক্ষে, বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

১২. পদের নাম: সেলস ইঞ্জিনিয়ার( আইটি প্রোডাক্ট)। পদের সংখ্যা: ৩টি, বেতন: আলোচনা সাপেক্ষে, বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

১৩. পদের নাম: প্রোজেক্ট সেলস ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা: ৩টি, বেতন: আলোচনা সাপেক্ষে, বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

১৪. পদের নাম: প্রোডাকশন ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা: ১টি, বেতন: আলোচনা সাপেক্ষে, বয়স: সর্বোচ্চ ৪০ বছর, অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজে ৫-৭ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে।

১৫. পদের নাম: লজিস্টিক ফ্লিট ম্যানেজার, পদের সংখ্যা: ১টি, বেতন: আলোচনা সাপেক্ষে, বয়স: সর্বোচ্চ ৪০ বছর, অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজে ৫-৭ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে।

১৬. পদের নাম: ফিনান্সিয়াল কন্ট্রোলার, পদের সংখ্যা: ২টি, বেতন: আলোচনা সাপেক্ষে, বয়স: সর্বোচ্চ ৪০ বছর, অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজে ৬-৭ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে।

১৭. পদের নাম: সিনিয়র একাউন্ট্যান্ট, পদের সংখ্যা: ৩টি, বেতন প্রতি ঘণ্টায়: ৬-৭ ফিজি ডলার, বয়স: সর্বোচ্চ ৪০ বছর, অভিজ্ঞতাঃ কমপক্ষে ৩ বছর অডিট ফার্ম অথবা কোনো অফিসে একাউন্টস দপ্তরে চাকরির অভিজ্ঞতা থাকা লাগবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মীর চাকরির চুক্তির মেয়াদ ২ বছর এবং নবায়নযোগ্য।প্রতি সপ্তাহে ৪০-৪৮ ঘণ্টা কাজ করতে পারবেন। এতে আনুমানিক মাসিক বেতন কমপক্ষে ৪০থেকে ৫০ হাজার টাকা। সেইসাথে কর্মীর প্রাথমিক চিকিৎসার খরচ ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের খরচ নিয়োগদাতা কোম্পানি বহন করবে। তবে খাওয়া খরচ নিজেকে বহন করতে হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এছাড়া চাকরিতে যোগদানের বিমানভাড়া বহন করবে কর্মী। তবে চাকরি শেষে দেশে ফিরে আসার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। অন্যান্য শর্তাবলি ফিজির শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য জমা দিয়ে বোয়েসেলের দেয়া ফরম পূরণ করতে হবে। পরে নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে।

নিন্মে দেয়া লিংকে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে-

লিংক:- https://forms.gle/LhHvKdbXu9M6hgj39

যোগাযোগের ঠিকানা:

প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা ), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০ ।

যোগাযোগ নাম্বারঃ

ফোনঃ +৮৮-০২-৫৮৩১১৮৩৮, ৪৮৩১৯১২৫ ও ৮৪৩১৭৫১৫ (পিএবিএক্স)

ইমেইলঃ [email protected] / [email protected]

ওয়েবঃ www.boesl.gov.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker