টেক বার্তা

Cyber Crime: দেশে ক্রমশ বাড়ছে সাইবার ক্রাইম, এড়িয়ে চলতে স্মার্টফোন ব্যবহারকারীদের যা পরমার্শ দিল কেন্দ্র

দেশজুড়ে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ ক্রমশ বেড়েই চলেছে। সাইবার অপরাধে এখন সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠছে মোবাইল সেট। একটা লিঙ্কে ক্লিক করলেই মানুষের যাবতীয় সঞ্চয়, রোজগার শেষ হয়ে যাচ্ছে।

একটা ভুয়ো অ্যাপ ইনস্টল করে মোবাইল ব্যবহারকারীর বড় ক্ষতি হয়ে যাচ্ছে। সাইবার ক্রাইম এড়াতে এবার বেশ স্মার্ট ফোন ব্যবহারকারীদের বেশ কিছু পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার।

জেনে নিন সেই সব পরামর্শ

ক্ষতিকর অ্যাপগুলির ইনস্টলের ঝুঁকি কমাতে শুধুমাত্র গুগুলের অফিসিয়াল অ্যাপস্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করুন।

অ্যাপ ইনস্টলের আগে, সব সময় সেই অ্যাপটি সম্বন্ধে বিস্তারিত জেনে, ইউজার রিভিউ, কমেন্ট, অতিরিক্ত তথ্য এবং কতজন এই অ্যাপ ডাউনলোড করেছেন তা জেনে নিন।

না দেখে বা না বুঝে যে কোনও অ্যাপ-কে পারমিশন দেবেন না। অ্যাপ চাইছে কিন্তু সেটার কোনও দরকার হচ্ছে না এমন কোনও পারমিশন দেবেন না।

অবিশ্বস্ত সূত্র বা লিঙ্ক ক্লিক করে কোনও সাউড লোডেড অ্যাপ ইনস্টল করবেন না।

অ্যানড্রয়েড ডিভাইস ভেন্ডার্সের থেকে যখনই অ্যানড্রয়েড আপডেট এবং প্যাচেস আসবে তখন ইনস্টল করুন।

কখনই অবিশ্বস্ত কোনও ওয়েবসাইট, এবং সেখানে লোভ দেখানো কোনও অ্যাপ লিঙ্কে ক্লিক করে ইনস্টল করবেন না।

ইমেল বা এসএমএসে-এ আসা কোনও লিঙ্কে ক্লিক করার আগে যাচাই করুন। ওই লিঙ্কের মাধ্যমে আপনার যাবতীয় তথ্য জেনে নিতে পারে হ্যাকাররা। বিশ্বস্ত অ্যান্টিভাইরাস এবং অ্যান্টিস্পাইওয়ার ইনস্টল এবং সময় মত আপডেট করুন।

ইউআরএল ছোট করার নামা জিনিস থাকে যেমন bit.ly, tinyurl-সেগুলি যতটা সম্ভব এড়িয়ে চলুন।

এমন কোনও লিঙ্ককে ক্লিক করবেন না, যেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টসের যাবতীয় তথ্য চাইছে।

লোভনীয় চাকরি, বিনা শর্তে মোটা অঙ্কের ঋণ, পাত্র-পাত্রী, লটারি সংক্রান্ত মেলে কোনওরকম লিঙ্কে ক্লিক করার আগে অনেক দিক বিবেচনা করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker