চাকরি বার্তা

সরকারি অর্থায়নে ফ্রি কম্পিউটার আইটি কোর্স ২০২৩ আবেদন

সম্পুর্ণ সরকারি খরচে দক্ষতা উন্নয়ন প্রাশিক্ষণ সম্পূর্ণ সরকারি খরচে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এই বিজ্ঞপ্তিতে সারা বাংলাদেশ থেকে ছেলে মেয়ে উভয় প্রশিক্ষণ গ্রহণের জন্য আবেদন করতে পারবেন, এবং প্রশিক্ষণকালে আকর্ষণীয় ভাতা প্রাপ্য হবেন এবং প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রাপ্ত হবেন,

সরকারী অর্থায়নে ফ্রি কম্পিউটার আইটি কোর্স করুন ,

কোর্স শেষে পাবেন সার্টিফিকেট ও ১০,০০০ টাকা বৃত্তি।

আবেদন লিঙ্কঃ আবেদন করুন

স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রােগ্রাম (সেইপ)

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ওয়েব: www.seipfd.gov.bd

SEIP Training Admission Circular 2024

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রােগ্রাম (সেইপ) প্রকল্পের মাধ্যমে ২০২৪ সালের মধ্যে দেশে প্রায় সাড়ে আট লক্ষ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তােলার উদ্যোগ নেয়া হয়েছে।

আমেরিকান ডিভি লটারিতে ১৮-৪০ বছর বয়সীদের জন্য

২০২২/২৩ এ বাংলাদেশ থেকে আবেদন শুরু হয়েছে!

বাড়ি বসে নিজেই আবেদন ফর্ম পূরণ করুন।

আবেদন করতে চাইলে নিচের Open

তে ক্লিক করুন।

DV Lottery Apply Now

কানাডায় চাকরির জন্য বাংলাদেশ থেকে আবেদন শুরু হয়েছে!!

আবেদনের লিঙ্ক পেতে নিচের

লিঙ্কে ক্লিক করুন
সরকারী অর্থায়নে ফ্রী ট্রিইনিং, ভাতা ও চাকুরীর সুযোগ।

প্রশিক্ষণার্থীদের জন্য সুযােগ-সুবিধা

প্রশিক্ষণ চলাকালে ভাতা দেওয়া হয়।

 প্রশিক্ষণ শেষে সাফল্যের সাথে উত্তীর্ণদের সনদপত্র প্রদান করা হয় প্রশিক্ষণ শেষে চাকরি পেতে সহায়তা করা হয়।

শিল্প কারখানায় কর্মরত কর্মচারীদের বিদ্যমান দক্ষতার মান উন্নয়নে প্রশিক্ষণ নিলে উচ্চতর পদে অধিক বেতনে পদোন্নতি পাওয়া যায়।

খ্যাতনামা প্রতিষ্ঠান কর্তৃক প্রশিক্ষণ সনদপত্র প্রদান করায় বিদেশেও চাকরির সুযােগ পাওয়া যায়

মােট প্রশিক্ষণার্থীদের মধ্যে কমপক্ষে ৩০ শতাংশ নারীদের জন্য সংরক্ষিত।

প্রশিক্ষণের হ্মেত্রসমুহ:

তৈরি পােশাক ও টেক্সটাইল

⇛ তথ্য ও যােগাযােগ প্রযুক্তি 

⇛ নির্মাণ (কনস্ট্রাকশন)

 লাইট ইঞ্জিনিয়ারিং

চামড়া ও পাদুকা

 জাহাজ নির্মাণ

হেলথ কেয়ার (নার্সিং এন্ড হেলথ টেকনিসিয়ান)

 এগ্রো-ফুড প্রসেসিং

 ট্যুরিজম এন্ড হসপিটালিটি

পরিবহন (মােটর ১৪. রড বাইন্ডিং এন্ড ফেব্রিকেশন।

প্রশিক্ষণের উল্লেখযােগ্য বিষয়সমূহ ক্ষেত্রসমূহ:

১. মার্চেন্ডাইজিং

২. মিড লেভেল সুপারভাইজার।

৩. অ্যাপারেল মার্চেন্ডাইজিং

৪. ওভেন মেশিন ও নিট মেশিন চালনা

৫. মান নিয়ন্ত্রণ ও টেক্সটাইল টেস্টিং

৬. ফায়ার সেফটি এন্ড কম্প্যায়েন্স

৭. উইভিং টেকনােলজি

৮. নিটিং টেকনােলজি

৯. গ্রাফিক ডিজাইন

১০. ওয়েব ডিজাইন

১১. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট

১২. সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট

১৩. রাজমিস্ত্রী, প্লাম্বিং ও পাইপ ফিটিং

১৪. রড বাইন্ডিং এন্ড ফেব্রিকেশন

১৫. রিফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং

১৬. মেশিন টুলস্ অপারেশন

১৭. লেদমেশিন পরিচালনা

১৮. অটোমােবাইল মেকানিক

১৯, মােবাইল সার্ভিসিং

২০. ইলেক্ট্রিক্যালইন্সটলেশন এন্ড মেইনটেনেন্স

২১. সেলাই পরিচালনা

২২. কাটিং অপারেশন। ।

২৩. সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস

২৪. ওয়েল্ডিং ।

২৫. সিএনসি মেশিন অপারেশন

২৬. প্রােডাক্ট ম্যানুফেকচারিংপ্রসেসআপগ্রেডিং

২৭. উৎপাদন বৃদ্ধির কৌশল

২৮. টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট

২৯, ফুড এন্ড বেভারেজ প্রােডাকশন।

৩০. ফুড এন্ড বেভারেজ সার্ভিসেস ড্রাইভিং এবং বেসিক

৩১. হাউজ কিপিং রক্ষণাবেক্ষণ)

৩২. মােটর ড্রাইভিং এবং বেসিক রক্ষণাবেক্ষণ

প্রশিক্ষণ প্রদানকারী সংস্থাসমূহ:

(সরকারি সংস্থা)

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আটটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (TSC) – বরিশাল, রংপুর, শেরপুর, নরসিংদী, ঝালকাঠি, মানিকগঞ্জ, হবিগঞ্জ ও পঞ্চগড় এবং ফেনী কম্পিউটার ইন্সটিটিউট।

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরাে (BMET) -এর ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র- বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ঢাকা; বাংলাদেশ-জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ঢাকা; শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ঢাকা; বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, চট্টগ্রাম।

টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (TTC) -ঝিনাইদহ, কুমিল্লা, রাঙ্গামাটি, নােয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, ফরিদপুর, টাঙ্গাইল, জামালপুর, খুলনা, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, লালমনিরহাট, রংপুর, সাতক্ষীরা, যশাের, বরিশাল, নাটোর, নরসিংদী, ময়মনসিংহ, বগুড়া ও গােপালগঞ্জ ।

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনিক্যাল অ্যাসিসটেন্স সেন্টার (BITAC) – ঢাকা, খুলনা, বগুড়া এবং চট্টগ্রাম।

ইন্ডাস্ট্রি অ্যাসােসিয়েশন

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচার্স এন্ড এ্যাক্সপাের্টার্স অ্যাসােসিয়েশন (BGMEA),০২৮৮৩৬৪৬০;

বাংলাদেশ নিটওয়ার ম্যানুফোর্স এন্ড এক্সপাের্টার্স অ্যাসােসিয়েশন (BKMEA),০১৯১৪৩৯০৩১৩;

বাংলাদেশ অ্যাসােসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (BASIS),০৯৬১২৩৪২৪৮৬;

বাংলাদেশ অ্যাসােসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ (BACI),০১৮২৫৯২৫৮২০;

বাংলাদেশ টেক্সটাইল মিলস্ অ্যাসােসিয়েশন (BTMA),০১৭৮৭৮৮৫৩২৫;

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসােসিয়েশন (BEIOA),০১৯৯৮০১৬৭৪২;

অ্যাসােসিয়েশন অব এক্সপাের্ট অরিয়েন্টেড শীপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ (AEOSIB),০১৭১৩১৯৪০০২;

লেদারগুডস এন্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স এন্ড এক্সপাের্টার্স অ্যাসােসিয়েশন (LFMEAB),০১৭৩০৬১১০৩৮;

বাংলাদেশ অ্যাসােসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসাের্সিং | (BACCO),০৯৬১৪৩৩৪৪৫৫;

বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসােসিয়েশন (BAPA),০১৭১১২৬৬২২৯;

ISC (টুরিজম),০১৭৭০১৭৬৯১৭; BWCCI,০২৯৮৬১৫২৬

রিহ্যাব, ০১৯২০৩০৮০২৫।

এছাড়া, বিআরটিসির আওতাধীন ১৯টি সেন্টারে মােটর ড্রাইভিং ও বেসিক রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ দেওয়া হয়, ওয়েব সাইট: www.seipfd.gov.bd, বাংলাদেশ ব্যাংক-এর এসএমই বিভাগ,০১৭১০৪৩৭৪৭৯ (www.bb.org.bd)

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ, ০১৭১৪১১১২৫৯ (www.pksf.bd.org) -এর আউটসাের্সকৃত প্রশিক্ষণ প্রতিষ্ঠান/সহযােগী সংস্থার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

 

৫ লাখ চাকরিপ্রত্যাশী ও পেশাজীবীকে প্রশিক্ষণ দিবেন বিসিসির প্রশিক্ষণ প্ল্যাটফর্ম।সফট স্কিল প্রশিক্ষণ বিষয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন,বৈশ্বিক খ্যাতনামা প্রতিষ্ঠানের সহযোগিতায় সরকার আগামী সেপ্টেম্বর থেকে পরবর্তী পাঁচ বছরে চাকরিপ্রত্যাশী ও পেশাজীবীদের প্রশিক্ষণ দিবেন ।

আর এই প্রশিক্ষণের উদ্দেশ্য গুণগত মানের সফট স্কিল বৃদ্ধি, যাতে তাঁদের মধ্যে আন্তব্যক্তিক যোগাযোগ ও নেতৃত্ব প্রদানে দক্ষতা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বৃদ্ধি পায়।
প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির মাধ্যমে রূপান্তরের ফলে আগামী এক দশকে দেশে ও বিশ্ববাজারে বিপুলসংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হবে।

দেশে ও বিদেশের বিভিন্ন কোম্পানি ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনীতি, ইঞ্জিনিয়ারিং, ক্লাউড কম্পিউটিং এবং পণ্য উন্নয়নের ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করছে। এর কারণে সফট স্কিলে প্রশিক্ষণপ্রাপ্ত মানুষের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী স্নাতক ডিগ্রি নিয়ে বের হন। তাঁদের মধ্যে অনেকের সফট স্কিলে পর্যাপ্ত জ্ঞান নেই। এ জন্য বিপুলসংখ্যক চাকরিপ্রত্যাশী ও পেশাজীবীর সফট স্কিলে ঘাটতি পূরণে প্রশিক্ষণ শুরু হচ্ছে। হার্ড স্কিলের মতোই সফট স্কিলে জ্ঞান প্রায় সব পেশার মানুষের জন্যই প্রয়োজন।

তারেক এম বরকতউল্লাহ বলেন, বিসিসি দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষিত তরুণদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন করছে। এ উদ্যোগের সঙ্গে যোগ হচ্ছে সফট স্কিলে প্রশিক্ষণ, যা চাকরিপ্রত্যাশী ও চাকরিজীবীদের সক্ষমতা ও দক্ষতা দুই-ই বাড়াবে।

এলআইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ পুরো প্রশিক্ষণের সমন্বয় ও গুণগত মানের দেখভাল করবেন। তিনি বলেন, ‘প্রশিক্ষণের গুণগত মান মনিটরিং করার জন্য একটা টিম থাকবে। প্রশিক্ষণ পেয়ে যাঁরা চাকরিতে যোগ দেবেন, তাঁদের ট্র্যাক করা হবে। আমরা গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে প্রশিক্ষণকে অর্থবহ করতে চাই।’

আগামী পাঁচ বছরে দেশের পাঁচ লাখ চাকরিপ্রত্যাশী ও পেশাজীবীর কর্মদক্ষতা বৃদ্ধিতে সফট স্কিল প্রশিক্ষণ দেবে সরকার। প্রশিক্ষণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন www.bdskills.gov.bd এর ওয়েবসাইটের মাধ্যমে। এই প্লাটফর্মে প্রশিক্ষণের রেজিস্ট্রেশন শুরু হবে এ মাসের শেষ সপ্তাহে। প্রশিক্ষণ শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button