কুষ্টিয়া বার্তাকোভিড-১৯

করোনা রোগীদের সেবাই কুমারখালী উপজেলা ছাত্রলীগের একঝাঁক কর্মী!

করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণের এ দুঃসময়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন ছাত্রলীগের একঝাঁক তরুণ কর্মী। তাদের কেউ অক্সিজেন সিলিন্ডার হাতে আবার কেউ রোগীর সার্বিক সেবায় নিয়োজিত। আবার কেউ করোনা আক্রান্ত মৃত ব্যক্তিকে তুলে দিচ্ছেন লাশ বাহী গাড়িতে । জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালটির ডাক্তার-নার্সদের পাশাপাশি এভাবেই করোনা রোগীদের পাশে রয়েছেন তারা। জানা যায়, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান খানের সার্বিক তত্বাবধায়নে ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের দিক নিদের্শনায় কুমারখালী উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে ২০জন ছাত্রলীগ কর্মী পালাক্রমে এ সেবামূলক কাজ করে চলেছেন। কোভিড-১৯ সংক্রমণের এ দুঃসময়ে হাসপাতালগুলো নিজেদের জনবল দিয়ে চিকিৎসা সেবা চালিয়ে যেতে যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে কুমারখালীর এ হাসপাতালটিতে ছাত্রলীগ কর্মীদের এমন সেবামূলক কাজ দৃষ্টান্ত তৈরি করছে। পাশাপাশি ছাত্রলীগের এ কর্মীরা বিভিন্ন মহলের প্রশংসাও কুড়াচ্ছেন। এদিকে কুমারখালী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন জানিয়েছেন , কুমারখালি উপজেলা ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে জনবল সংকট থাকায় কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছিল যা আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকতা রাজিবুল ইসলাম খানের নিদেশে ২জন আনছার নিয়োগ করা হয়েছে । এর পাশাপাশি সেচ্ছাসেবক হিসেবে কাজ করছে উপজেলা ছাত্রলীগের ২০জন কর্মী ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker