কুষ্টিয়া বার্তা

কুমারখালীতে সংক্রমণ ও মৃত্যুহার বেড়ে যাওয়ায় বেড়েছে অক্সিজেন সংকট

কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে কুষ্টিয়া জেলার কুমারখালীতে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ৬৪ নমুনা থেকে ২০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন আরো ৩ জন। এনিয়ে উপজেলায় মোট সংক্রমণ ৯৫৯ জন এবং মোট মৃত্যু ১৮ জন। আইসোলেশনে আছেন ২৬৪ জন। এর মধ্যে হাসপাতালের আইসোলেশনে আছেন ১০ জন।

অপরদিকে উপজেলায় করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পেলেও হাসাপাতালে নেই হাইক্লো অক্সিজেন। কিছু নরমাল অক্সিজেন আছে, তাও সীমিত। যে হারে অক্সিজেন ব্যবহৃত হচ্ছে। তাতে কয়েকদিনের মধ্যে হাসপাতাল অক্সিজেন সংকট পড়বে।

এতথ্য নিশ্চিত করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় ২০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে, নতুন মৃত্যু ৩ জনের। হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছেন ১০ জন এবং হোম আইসোলেশনে আছেন দুই শতাধিক।

তিনি আরো বলেন, উপজেলায় করোনা সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাচ্ছে। কিন্তু হাসপাতালে হাইক্লো অক্সিজেন নেই। কিছু নরমাল অক্সিজেন আছে। যা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। হাসপাতালটি অক্সিজেন সংকটে পড়তে যাচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker