কুষ্টিয়া বার্তাকোভিড-১৯সর্বশেষ বার্তা

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনায় ১৪ জনের মৃত্যু

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ জনের করোনা পজেটিভ ও ১ জনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করে হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম জানান, বর্তমানে হাসপাতালে ১৬৮ জন করোনায় আক্রান্ত রোগী ও ৬০ জন উপসর্গ নিয়ে মোট ২২৮ জন ভর্তি রয়েছে।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ২০৭ জনের নমুনা পরিক্ষা করে ৬৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২%০৬ শতাংশ।

এদিকে, ১৪ দিনের লকডাউনের ২য় দিনের মতো চলছে। মহাসড়কসহ শহরে ঢোকার সড়কগুলোতে পুলিশ ব্াঁশ দিয়ে রাস্তা সরুকরে চেকপোস্ট বসালেও মানুষ সেখান দিয়ে বাধা ছাড়াই চলাচল করছে। আর কাঁচা বাজার ও মুদি দোকানগুলো শুক্র, সোম ও বুধ এই তিনদিন সকাল ৭টা থেকে দুপর ১টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker