ঝিনাইদহ

ঝিনাইদহে বাজার তদারকি,৪১০০০ টাকা জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে থানা রোড ও মাছ বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৪১,০০০/- (একচল্লিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিমূলক অভিযান পরিচালনাকালে বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর এবং খাদ্যপণ্য সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর  নেতৃত্বে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে সহযোগিতায় ছিলেন জনাব মো: আলমগীর কবির, স্যানিটারি ইন্সপেক্টর, কালীগঞ্জ পৌরসভা, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের জানান জনস্বার্থে এই তদারকি চলমান থাকবে। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো রহমান মেডিকেল, ১৫০০০/-কালীগঞ্জ ড্রাগ হাউজ- ২৫০০০/-বিপ্লব স্টোর-১০০০/- সর্বমোট ৪১০০০ টাকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker