কোভিড-১৯সর্বশেষ বার্তাসারাদেশ

দিনাজপুর বিরামপুর ৪নং দিওড় ইউনিয়নে কোভিট-১৯,করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় দুস্হ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুর ৪নং দিওড় ইউনিয়ন কোভিট-১৯,করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় দুস্হ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণে-সংসদ সদস্য শিবলী সাদিক এমপি। এ সময় সংসদ সদস্য বলেন,সারাদেশে কোভিট-১৯,করোনা ভাইরাস মোকাবেলায় দেশপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় দুস্হ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রম আরম্ভ করেছেন। এরই ধাঁরাবাহিকতায় চিত্রে রয়েছি আমরা,যাহা অব্যাহত থাকবে।

তারপরও অনেক জনসাধারণের নিকট হতে জানা যায় তারা নাকি সরকারের পক্ষে হতে আসা ভাতা পায় না। এই জন্য সরকার এখন হতে সকল ইউনিয়ন পর্যায়ে সকল ভাতা ভেগী কে কোন ধরনের ভাতা পেয়ে থাকেন তার তালিকা অনলাইনে প্রদত্ত চলমান প্রক্রিয়া আরম্ভ হয়েছে।

তিনি আরও বলেন,সকলের সরকার টীকার ব্যবস্হা করেছেন যাহা দ্রুত আরম্ভ হবে। আপনারা যারা বয়স্ক রয়েছেন তারা যথাযথ ভাবে টীকা গ্রহণ করবেন তবেই সকলে সূস্হ্য থাকবেন মর্মে প্রত্যাশা করেন প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন শিবলী সাদিক,মাননীয় জাতীয় সংসদ সদস্য ১১,দিনাজপুর -৬,খায়রুল আলম রাজু,সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ বিরামপুর উপজেলা শাখা ও চেয়ারম্যান উপজেলা পরিষদ বিরামপুর। পরিমল কুমার সরকার,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরামপুর। আক্কাস আলী পৌরসভা মেয়র বিরামপুর,উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন-মোঃ হাফিজুর রহমান,চেয়ারম্যান ৪নং দিওড় ইউনিয়ন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker