কোভিড-১৯

নোয়াখালীতে আরও ৯১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:নোয়াখালী জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় তিনটি করোনা পরীক্ষাকেন্দ্রে ৩৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৫৯ শতাংশ। নতুন সংক্রমিত ৯১ জনের মধ্যে নোয়াখালী সদর উপজেলায় ৪০ জন, সুবর্ণচরে ১, হাতিয়া ২, বেগমগঞ্জের ১৬, সোনাইমুড়ীতে ৫, চাটখিলের ৫, সেনবাগের ৫, কোম্পানীগঞ্জের ১৩ ও কবিরহাটে ৪ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৫৯। এর মধ্যে মারা গেছেন ১২৯ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ১৯৩ জন।

জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার প্রথম আলোকে বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আজ শনিবার থেকে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে তৃতীয় সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। বিধিনিষেধ মানতে প্রতিদিনই জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চালানো হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker