আন্তর্জাতিক

প্রবল বৃষ্টিপাতে জাপানে ভূমিধস, নিখোঁজ ২০

জনতা অনলাইন ডেস্ক: প্রবল বৃষ্টিপাতের পর আচমকা ভূমিধস দেখা দিয়েছে জাপানে। এতে এখন পর্যন্ত অন্তত ২০ জন নিখোঁজের তথ্য পাওয়া গেছে। আজ শনিবার (৩ জুলাই) দেশটির মধ্যাঞ্চলীয় শহর আতামিতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা যায়, ভূমিধসে শিজুওকা অঞ্চলের বেশ কয়েকটি বাড়িঘর ভেসে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে আতামি শহরে ভূমিধসে একাধিক বাড়ি চূর্ণবিচূর্ণ হয়ে ভেসে যেতে দেখা গেছে। রয়টার্স জানায়, পুলিশ এবং দমকল বাহিনী নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় শিজুওকার কর্মকর্তারা সরকারের কাছে সাহায্য চেয়েছে। ঘটনাস্থলের কাছাকাছি এলাকাগুলোতে রেল চলাচল স্থগিত করা হয়েছে। ভূমিধসের আঘাতে গাড়ি উল্টে গিয়ে কানাগাওয়া অঞ্চলে অন্তত একজন আহত হয়েছেন।

গত ৪৮ ঘণ্টায় শিজুওকার পাশাপাশি কানাগাওয়া অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। যার প্রভাবে স্থানীয় কর্তৃপক্ষ আকস্মিক বন্যা ও তৎসম্পর্কিত সম্ভাব্য বিপর্যয়ের সতর্কতা জারি করতে বাধ্য হয়। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির বেশ কিছু এলাকায় আরও অন্তত দুদিন ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker