চাকরি বার্তা

BPSC Assistant Audit Officer Recruitment 2022: অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করল পাবলিক সার্ভিস কমিশন

সম্প্রতি বিহার পাবলিক সার্ভিস কমিশনের (Bihar Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। যাঁরা উল্লিখিত পদে আবেদন করেছিলেন তাঁরা এই বিষয়ে আরও বিশদে জানতে বিহার পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। BPSC Assistant Audit Officer Recruitment 2022: পরীক্ষার তারিখপ্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ১৮ জুন, ২০২২ তারিখে একটি অস্থায়ী দিন ঘোষণা করে উল্লিখিত পদের জন্য পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়েছে। প্রার্থীদের এই বিষয়ে তথ্য সংগ্রহ ও সময় বা তারিখ পরিবর্তনের খোঁজ রাখার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। কেন না, এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।তবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরীক্ষার তারিখ পরবর্তীতে পরিবর্তন হতে পারে।BPSC Assistant Audit Officer Recruitment 2022: শূন্যপদের বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ১৩৮টি পদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের নির্বাচন পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদে নিয়োগ করা হবে।BPSC Assistant Audit Officer Recruitment 2022: নির্বাচন পদ্ধতিপ্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে, এর পরে আরেকটি পর্যায়ে মেইন পরীক্ষা হবে। এর পর নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।MCQ ধরনের প্রশ্নপত্র হবে। মোট ২ ঘন্টায় ১৫০টি প্রশ্নের উত্তর দিতে হবে। মেইন পরীক্ষায় ঐচ্ছিক বিষয় সহ মোট ৪টি পেপারে পরীক্ষা হবে। হিন্দি (১০০ নম্বর), জেনারেল স্টাডিজ-I (৩০০ নম্বর), এবং জেনারেল স্টাডিজ-II (৩০০ নম্বর), ও ৩০০ নম্বরের অপশনাল পেপার। প্রতিটি পেপারের সময় ৩ ঘন্টা।প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন ক্রম ও অন্যান্য বিষয়ে আরও বিশদে জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক https://bpsc.bih.nic.in/Advt/NB-2022-04-07-01.pdf করে দেখতে পারেন।এক নজরে পরীক্ষা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:সংস্থা: বিহার পাবলিক সার্ভিস কমিশন (Bihar Public Service Commission)

পদের নাম অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার
শূন্যপদের সংখ্যা ১৩৮
কাজের স্থান বিহার
কাজের ধরন সরকারি
নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা কিছু জানানো হয়নি
বেতনক্রম কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি অনলাইন
পরীক্ষার তারিখ ১৮.০৬.২০২২
সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন জনতা বার্তা বাংলার ওয়েবসাইটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker