চাকরি বার্তা

Government Job News: দেখে নিন এই সপ্তাহে কোন কোন সরকারি পদে নিয়োগ চলছে!

সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর! এই সপ্তাহে প্রকাশিত হয়েছে একগুচ্ছ নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি! জেনে নেওয়া যাক কোন কোন দফতরে প্রকশিত হয়েছে চাকরির বিজ্ঞপ্তি।

INDIAN ARMY Recruitment 2022: ভারতীয় সেনাবাহিনির (Indian Army) অধীনে ম্যান্ডারিন ভাষায় দোভাষীর পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।মোট ৬টি শূন্যপদ রয়েছে। ৫টি পদ বেসামরিক প্রার্থীদের জন্য এবং ১টি পদ প্রাক্তন সার্ভিস অফিসারের জন্য বরাদ্দ।বয়সসীমা- ১৮ থেকে ৪২ বছরআবেদন পদ্ধতি- ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা আবেদনপত্র সহ সেনাবাহিনীর প্রদত্ত ঠিকানায় পাঠাতে হবে।

শেষ তারিখ- ১০ অগাস্ট, ২০২২

LECTURESHIP, ASSISTANT PROFESSOR AND JRF Recruitment 2022: ন্যাশনাল টেস্টিং এজেন্সির (National Testing Agency) অধীনে সিএসআইআর-ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয়েছে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ (জেআরএফ), লেকচারারশিপ (এলএস) এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে সহকারী অধ্যাপক পদে প্রার্থীদের নিয়োগের জন্য এই পরীক্ষা পরিচালিত হবে।

শেষ তারিখ- ১০ অগাস্ট, ২০২২

DRDO, DST, AND ADA Recruitment 2022: রিক্রুটমেন্ট এবং অ্যাসেসমেন্ট সেন্টারের (Recruitment and Assessment Centre) অধীনে সায়েন্টিস্ট ‘বি’ পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।মোট ৬৩০টি শূন্যপদ রয়েছে।আবেদনের যোগ্যতা- ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি এবং সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। প্রার্থীদের গেট উত্তীর্ণ হতে হবে।

শেষ তারিখ- ২৯ জুলাই, ২০২২

ACIO, SA, JIO, AND OTHER POSTS Recruitment 2022: স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইন্টেলিজেন্স ব্যুরোর (Intelligence Bureau) অধীনে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।মোট ৭৬৬টি শূন্যপদ রয়েছে।বেতন- ১,৫১,১০০ টাকা পর্যন্তশেষ তারিখ- ১০ অগাস্ট, ২০২২

AGNIVEER Recruitment 2022: ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) অধীনে চার বছরের জন্য অগ্নিপাথ প্রকল্পের আওতায় অগ্নিবীর পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।মোট ২৮০০টি সিনিয়ার সেকেন্ডারি শূন্যপদ রয়েছে। যার মধ্যে ৫৬০ মহিলাদের জন্য বরাদ্দ।বেতন- প্রথম বছরে প্রতি মাসে ৩০,০০০ টাকা থেকে শুরু হবে, চূড়ান্ত বছরে ৪০,০০০ টাকায় উন্নীত হবে।আবেদন পদ্ধতি- ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

শেষ তারিখ- ২২ জুলাই, ২০২২

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker