শিক্ষা বার্তা

HSC Result 2023 : এইচএসসি ফলাফল 2023 প্রকাশ HSC রেজাল্ট দেখুন এখানে

HSC Result 2023: Full Marksheet with NumberHSC Result 2023: Full Marksheet with Number mom২০২২ সালের এইচএসসি, HSC ভোকেশনাল ও আলিম ফলাফল প্রকাশ করার তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৩। ২৯ জানুয়ারি সকালে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার উচ্চমাধ্যমিক পর্যায়ের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের এই তারিখের ব্যাপারে গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিন সকাল ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। এরপর দুপুরের মধ্যে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। দুপুর ১২টার পর থেকে রেজাল্ট জানা যাবে।

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় গত ৬ নভেম্বর সারা দেশে অনেকটা স্বাভাবিক পরিবেশে শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখের কিছু বেশি।

এইচএসসি রেজাল্ট ২০২

পরীক্ষা : এইচএসসি ও সমমান ২০২২
ফলাফলের তারিখ : ৮ ফেব্রুয়ারি ২০২৩
পরীক্ষার্থী সংখ্যা : ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন
শিক্ষা বোর্ডের ফলাফল ওয়েবসাইট : http://www.educationboardresults.gov.bd

 

এইচএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে

আন্তঃশিক্ষা সমন্বয়ক সাব কমিটির সভাপতি জানান, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। তাই, ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এই পরীক্ষার ফল প্রকাশে আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সম্ভাব্য সময় উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাই। সেটি মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠালে তিনি ৮ ফেব্রুয়ারি নির্বাচন করে গত বৃহস্পতিাবর শিক্ষা মন্ত্রণালয়ে সম্মতির বিষয়টি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করায় আগামী ৮ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

২০২১ সালে এইচএসসিতে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। ২০২২ সালে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষায় অংশ নিয়েছে। ২০২২ সালে ২টি শিক্ষাপ্রতিষ্ঠান কমলেও পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বেড়ে ২৮টি হয়। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে প্রায় ২ লাখ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় কম অংশ নিয়েছে।

এর কারণ হিসেবে শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতির কারণে ক্লাসের পাঠদান বন্ধ থাকায় পেছনের কয়েকটি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হয়েছে। সে কারণে পাসের হার বেড়ে যায় বলে অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

১১টি শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এদের মধ্যে ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন ছাত্র এবং ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন ছাত্রী।

প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও গত বছর করোনা মহামারির কারণে পিছিয়ে যায়। এ বছর করোনার ও বন্যা পরিস্থিতির চরম অবনতির কারণে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছানো হয়। তবে এ বছর ২০২৩ সালের এসএসসি পরীক্ষা হবে পবিত্র ঈদুল ফিতরের পর এপ্রিলের শেষ সপ্তাহে, আর এইচএসসি হবে জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।

এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে / এইচএসসি রেজাল্ট ২০২২

এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে ওয়েবসাইট (http://www.educationboardresults.gov.bd) ও এসএমএস-এর মাধ্যমে।

এইচএসসি / ভোকেশনাল / আলিম / বিএম রেজাল্ট দেখার নিয়ম

প্রতি বছরের মতো এবারও ফলাফল প্রকাশের দিন থেকে এসএমএস ও ওয়েবসাইটের (http://www.educationboardresults.gov.bd) মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল জানা যাবে।

নাম্বারসহ এইচএসসি মার্কশিট ২০২২

নাম্বারসহ এইচএসসি মার্কশিট পাওয়া যাবে এই লিংকে : https://eboardresults.com/v2/home অথবা, http://www.educationboardresults.gov.bd

এসএমএস (sms) এর মাধ্যমে এইচএসসির রেজাল্ট বের করার নিয়ম

রেজাল্ট প্রকাশের সময়ের পর থেকে শিক্ষার্থীরা SMS এর মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট জানতে পারবে  [ HSC<space>বোর্ডের প্রথম ৩টি লেটার যেমন DHA <space> Roll <space> Year টাইপ করে পাঠাতে হবে 16222 নম্বরে ] অফিসিয়ালভাবে শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশের পরে তাত্ক্ষণিকভাবে শিক্ষার্থীদেরকে ফলাফল সরবরাহ করা হবে। SMS চার্জ হবে ২.৫৫ টাকা।

মেসেজ ফরমেটের উদাহরণ (ঢাকা বোর্ড হলে) : HSC DHA 123456 2022

এখানে DHA এর জায়গায় শিক্ষার্থী ঢাকা বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড হলে সে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর লিখবে, আর 123456 এর জায়গায় রোল নাম্বার লিখবে।

শিক্ষা বোর্ডের জন্য কি-ওয়ার্ড সমূহ:

  • ঢাকা – Dha
  • বরিশাল – Bar
  • চট্টগ্রাম – Chi
  • কুমিল্লা – Com
  • যশোর – Jes
  • রাজশাহী – Raj
  • সিলেট – Syl
  • দিনাজপুর – Din
  • ময়মনসিংহ – Mym
  • মাদরাসা – Mad
  • টেকনিক্যাল – Tec
এইচএসসি<>বোর্ড<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে সাধারণ শিক্ষা বোর্ডের জন্য
এইচএসসি<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য
এইচএসসি<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য

মাদ্রাসা বোর্ডের আলিম রেজাল্ট ২০২২

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

কারিগরি বোর্ডের এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স রেজাল্ট ২০২১

কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker