গণমাধ্যম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ গত১৪ ই মার্চ সোমবার কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক জনমতামত পত্রিকার শেষের পাতায় “কূর্শা ইউনিয়নের মাদক সম্রাট নূর আলম তিতাস সাংবাদিকদের প্রাননাশের হুমকি, কূর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানের ক্ষমতায় থানায় জিডি ” শিরোনামের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউপির মাজিহাট এলাকার ব্যাবসায়ী ও সমাজ সেবক নূর আলম তিতাস। প্রকাশিত সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, আমি পেশায় একজন ব্যাবসায়ী, সেই সাথে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। ব্যাক্তিগত ভাবে আমি ধূমপান পর্যন্ত করি না।

অথচ সম্পূর্ন অনৈতিক সুবিধা হাসিলের জন্য ঐ সাংবাদিক মিথ্যা তথ্য পরিবেশন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও আমাকে সামজিক ভাবে হেয় প্রতিপন্ন করে হয়রানি করার চেষ্টা করছে।প্রকাশিত সংবাদটির শিরোনাম ও বিস্তারিত পড়লেই সচেতন নাগরিকমাত্র বুঝতে পারবেন এটি উদ্দেশ্য প্রনোদিত ও ভিত্তিহীন ।

প্রতিবেদনে বেশ কিছু জায়গায় আমাকে মাদক সম্রাট দাবী করা হয়েছে,হাস্যকর হলেও সত্যি আইনানুগ ভাবে আজঅবধি আমার বিরুদ্ধে একটিও মাদক সংক্রান্ত অভিযোগ নেই। তাছাড়া কোন রকমের গণমাধ্যমের নিতীমালা অনুসরণ না করে যথাপুযুক্ত তথ্য প্রমান ছাড়া,সংশ্লিষ্ট কোন কর্তাব্যক্তি এমনকি আমার বক্তব্য না নিয়ে প্রতিবেদক প্রতিবেদনটি পরিবেশন করেছে।যা প্রচলিত গণমাধ্যম নীতিমালা ও আইন বিরুদ্ধ।যেটা কোনভাবেই কাম্য নয়।এছাড়া প্রতিবেদক দাবী করেছেন সংবাদ প্রকাশের জেরে তাকে হুমকি দেওয়া হয়েছে অথচ কি হুমকি দেওয়া হয়েছে তা তিনি উল্লেখ করেননি।যা রিতীমত হাস্যকর। তাই আমি প্রকাশিত মিথ্যা এই সংবাদটির তিব্র নিন্দা ও প্রতিবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker