শিক্ষা বার্তা

কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে বই বিতরণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত

রবিবার (১ জানুয়ারি ২০২৩) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের মুক্তমঞ্চে সরকারি নির্দেশনা মোতাবেক অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নতুন বছরের প্রথম দিনের শুরুতেই কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল শাখার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ উৎসব-২০২৩ অনুষ্ঠানের শুভ সূচনা করেন মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার কুষ্টিয়া ও সভাপতি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের মূলত স্কুল শাখাতে উল্লেখিত বই বিতরণ উৎসব-২০২৩ উপলক্ষে নার্সারি হতে নবম শ্রেণী পর্যন্ত বই বিতরণ করা হয়।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বক্তব্যের শুরুতেই সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবক বৃন্দের শুভ নববর্ষ ২০২৩ এর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আরো বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং এই আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং তোমাদেরকে ভালভাবে পড়াশোনা করে শিক্ষাজীবন শেষ করে শিক্ষিত জাতি হিসেবে নিজেদের গড়ে তুলে দেশ গঠনে হাত দিতে হবে। তিনি আরো বলেন, তোমাদের প্রজন্মের হাত ধরেই উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।

একই দিনে সরকারি নির্দেশনা মোতাবেক উৎসবমুখর পরিবেশে নতুন বই তুলে দেওয়া হয়েছে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় শিক্ষার্থীদের হাতে। উৎসবমুখর পরিবেশে নতুন বই হাতে পেয়ে নতুন ক্লাসে ওঠার এই সন্ধিক্ষণে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের কোমলমতি সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে অত্যন্ত উচ্ছ্বাস ও আনন্দ পরিলক্ষিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ নাজমুল আরেফিন, অধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কুষ্টিয়া, মোঃ শাহজালাল, সহকারি প্রধান শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কুষ্টিয়া, মোঃ হাফিজুর রহমান, আরওআই, রির্জাভ অফিস কুষ্টিয়া, মোঃ শাহাদাৎ হোসেন, ডিআইও ২, জেলা বিশেষ শাখা, শ্রী রাধেশ চন্দ্র সেন, আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়া, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অন্যান্য শিক্ষক–শিক্ষিকা মন্ডলী, অভিভাবক বৃন্দ এবং পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker