লাইফস্টাইল

অনলাইনে জিডি করবেন যেভাবে

‘অনলাইন জিডি’ অ্যাপের মাধ্যমে যেকোনো জায়গা থেকেই করা যাবে জিডি। তবে প্রথমেই অ্যাপে অনলাইন নিবন্ধন করতে হবে। জিডির জন্য জাতীয় পরিচয়পত্র নম্বর, সচল মোবাইল ও আপনার লাইভ ছবি প্রয়োজন হবে।
প্রাথমিক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতায় বিভিন্ন থানা এলাকায় পরীক্ষামূলকভাবে অনলাইনে জিডি করা যাচ্ছে। যাত্রা সফল হলে পরবর্তীতে সারাদেশেই এই সুবিধা চালু করা হবে।

অনলাইনে জিডি

অনলাইনে জিডি করতে হলে ঢাকা মেট্টোপলিটন পুলিশের ওয়েবসাইট www.dpm.gov.bd-এ প্রবেশ করলে Citizen Help Request নামে একটি লিংক পাওয়া যাবে। লিংকটিতে ক্লিক করে অনলাইনে জিডি সংক্রান্ত তথ্য প্রদান করার তালিকা আসবে। যে ধরনের তথ্য দিয়ে জিডি করতে চান তা নির্বাচন করতে হবে। এবার তথ্য পূরণ করার খালি বক্স আসবে। তথ্যাবলী যথাযথভাবে পূরণ করে সাবমিট করলে সংশ্লিষ্ট থানায় আপনার তথ্যটি পৌঁছে যাবে। আপনি স্বয়ংক্রিয়ভাবে একটি শনাক্তকরণ নাম্বার পাবেন। নাম্বারটি সংগ্রহ করুন। চাইলে আপনার কোনো মতামত নিয়ে সরাসরি পুলিশের www.police.gov.bd ঠিকানায় মেইলও পাঠাতে পারবেন।

জিডির নমুনা কপি
তারিখ: ………………
বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
………………..থানা, ঢাকা।
বিষয় : সাধারণ ডায়েরিকরণ প্রসঙ্গে।

জনাব,
সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি নিু স্বাক্ষরকারী: …………………………………বয়স : ……………………………………………………………..
পিতা/স্বামী : ……………………………………………….. মাতার নাম: …………………………………………………………………………………
সাং: …………………………………….. থানা: …………………………. জেলা: ……………………………………………………………………….
বর্তমানে:……………………………….. থানা:…………………………………… ঢাকা:………………………….।
এই মর্মে জানাচ্ছি যে আজ/গত …………………….. তারিখ……………. সময় …………….জায়গা থেকে আমার নিুবর্ণিত কাগজ/মালামাল হারিয়ে গেছে।
বর্ণনা : (যা হারিয়েছে)
বিষয়টি থানায় অবগতির জন্য সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ করছি।
নিবেদক,

(আবেদনকারীর স্বাক্ষর)
পুরো নাম :
ঠিকানা :
ফোন নম্বর :
অনলাইনে জিডি করতে হলে ঢাকা মেট্টোপলিটন পুলিশের ওয়েবসাইট www.dpm.gov.bd-এ প্রবেশ করলে Citizen Help Request নামে একটি লিংক পাওয়া যাবে-

যেভাবে রেজিস্ট্রেশন ও জিডি করবেন-
প্রথম ধাপ
* রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে।
* জাতীয় পরিচয়পত্র নম্বর টাইপ করতে হবে।
* বর্তমান ঠিকানাটি লিখতে হবে
* তুলতে হবে লাইভ ছবি ।
* সচল মোবাইল (পরবর্তী সময়ে আপনার ইউজার নেম) ও ই-মেইল (যদি থাকে) এবং পাসওয়ার্ড প্রদান করতে হবে।
* আপনার পরিচয় নিশ্চিত করার জন্য এসএমএসের মাধ্যমে একটি কোড (ওটিপি) আপনার দেওয়া মোবাইল নম্বরে পাঠানো হবে।
* কোডটি (ওটিপি) যথাস্থানে সঠিকভাবে লিখতে হবে।
দ্বিতীয় ধাপ
অভিযোগের ধরন এবং আপনার কী হারিয়েছে অথবা কী খুঁজে পেয়েছেন তা নির্বাচন করতে হবে এবং কোন জেলায় ও কোন থানায় জিডি করতে চান তা নির্বাচন করে ঘটনার সময় ও স্থান লিখে ‘পরবর্তী’ ধাপ বাটনে ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপ
* আপনার বর্তমান ঠিকানা ও ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত লিখতে হবে।
* অভিযোগ সম্পর্কিত কোনো ডকুমেন্ট থাকলে সেগুলো যুক্ত করুন। ‘সাবমিট’ বাটনে ক্লিক করে জমা দিতে হবে অথবা এডিট বাটনে ক্লিক করে ফরম পূরণে কোনো সমস্যা হলে তা সমাধান করতে হবে।
* আবেদন সম্পন্ন হলে পরবর্তী সময়ে লগইন করে জিডির সর্বশেষ অবস্থা জানা যাবে। লগইন পেজে ইউজারের ঘরে আপনার মোবাইল নম্বর এবং আগে প্রদানকৃত পাসওয়ার্ড দিয়ে লগইন-এ ক্লিক করতে হবে।
* চাইলে জিডির কপি ডাউনলোড করে সেটির সফট কপি অন্য কাউকে পাঠানোও যাবে। এছাড়া প্রতিবার ওয়েবসাইটে লগইন করে জিডির সর্বশেষ অবস্থা জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker