অপরাধ

কুষ্টিয়ায় ফের সক্রিয় মৌলবাদী গোষ্ঠী : জঙ্গিবাদ বিরোধী পত্রিকা বিক্রিতে বাঁধা

কুষ্টিয়া প্রতিনিধি : কোরআন জঙ্গিবাদের উৎস নয়’ প্রবন্ধ সম্বলিত পত্রিকা ‘দৈনিক দেশেরপত্র’ বিক্রি করার সময় তিন সেচ্ছাসেবীর উপর হামলা ও মারপিটের খবর পাওয়া গেছে। আজ সকাল সাড়ে ৮ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারমাইল নফর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর বারমাইল নফরপাড়ায় পত্রিকা বিক্রি করতে গেলে নফরপাড়া জামে মসজিদের ইমামের নেতৃত্বে ১৫-১৬ জনের একটি উগ্রবাদী ধর্মান্ধ সন্ত্রাসীদল পত্রিকা বিক্রয় কারীদের উপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়।



হামলা কারীরা হলেন, ওই এলাকার বাসিন্দা চরমোনাই পীরের অনুসারী নফরপাড়া জামে মসজিদের ইমাম মো. মতিন, চিন্হিত জামায়াত সন্ত্রাসী নাসির, মাসুদ, নাজিম উদ্দিন, মো. সবুজ, রকিবুল ইসলাম, নজু আলী, মো. মোমিন সহ অজ্ঞাত ৫/৭ জন। এ ঘটনায় তিন পত্রিকা বিক্রেতা আহত হন। আহতরা হলেন, ভেড়ামারা থানার বারমাইল মুন্সিপাড়ার আক্কাস মালিথার ছেলে আব্দুর রাজ্জাক (৩৪), আলিমুল ইসলামের ছেলে শান্তু আলী (১৯) ও রহমান মুন্সীর ছেলে সুমন (৩০)।

আহতদের প্রথমে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এঘটনায় স্থানীরা চাপা ক্ষোভ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের করা হয়নি। থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker