জাতীয়

কুষ্টিয়ায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২১ এর ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত

রবিবার (১৭ অক্টোরব) দুপুর ১৩.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগনের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২১ এর অংশ হিসাবে বিভিন্ন পদের পুলিশ সদস্যদের ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষায় এটিএসআই হতে টিএসআই পদে ০২ জন, নায়েক হতে এএসআই

(সশস্ত্র) পদে ১০ জন,
কনস্টেবল হতে এটিএসআই পদে ০৭ জন, কনস্টেবল হতে নায়েক পদে ৩০ জন সহ
সর্বমোট ৪৯ জন পরীক্ষার্থী অংশ্রহন
করেন। গত ২ অক্টোবর ২০২১ খ্রিঃ হতে
পরীক্ষার্থীদের ১৫ দিন মেয়াদী ক্যাম্প প্রশিক্ষণ
আরম্ভ হয়ে অদ্য
১৭/১০/২০২১ খ্রিঃ ক্যাম্প প্রশিক্ষণ
পরীক্ষার মাধ্যমে শেষ
হয়। উক্ত পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ চলাকালীন স্কোয়াড ড্রিল কমান্ড, প্লাটুন ড্রিল
কমান্ড, স্যালুট প্রাকটিস, রাইফেল এক্সারসাইজ,
মাসকেট্রি এবং বিভিন্ন ডিউটি পালনকালে
সরকারী মালামাল রক্ষানাবেক্ষন,
জনসাধারনের সাথে

আচরন, গুরুত্বপূর্ন ব্যক্তির নিরাপত্তা ডিউটি,
আসামী স্কট ডিউটি,
আসামী গ্রেফতার, তল্লাশির পদ্ধতি সম্পর্কে পরীক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়। মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া ও সভাপতি পরীক্ষা গ্রহন কমিটি, কুষ্টিয়া, মোঃ আবু তারেক (অতিরিক্ত পুলিশ সুপার, অপরাধ) চুয়াডাঙ্গা ও সদস্য পরীক্ষা গ্রহন কমিটি, কুষ্টিয়া, মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর, কুষ্টিয় ও সদস্য পরীক্ষা গ্রহন কমিটি, মোঃ আজিবর রহমান আরআই, কুষ্টিয়া ও সদস্য পরীক্ষা গ্রহন কমিটি, কুষ্টিয়া গন পরীক্ষার্থীদের তৈরীকৃত অস্থায়ী ক্যাম্পে স্থাপিত বিভিন্ন স্থাপনা যথাক্রমে ডিউটি পোষ্ট, অস্ত্রগার, মসজিদ, স্কুল, শহীদ মিনার, বেতার অফিস, যানবাহন শাখা, ক্যাম্প পুকুর পরিদর্শন করেন এ সময় মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া ও সভাপতি পরীক্ষা গ্রহন কমিটি, কুষ্টিয়া পরীক্ষার্থী কর্তৃক সালামী গ্রহন শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তিনি বলেন জনগনের কল্যানে আমাদের মানবিক পুলিশ হতে হবে পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আইজিপি স্যারের ০৫টি নির্দেশনা – দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, পুলিশি নির্যাতন, বিট পুলিশিং এর মাধ্যমে সেবা প্রদান এবং পুলিশি কল্যাণ মেনে চলার জন্য বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ শহীদুজ্জামান, আরওআই, রিজার্ভ অফিস, কুষ্টিয়াসহ বিভিন্ন পদবির ড্রিল প্রশিক্ষকগন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker