প্রবাস বার্তাভাইরালসর্বশেষ বার্তা

দুবাই ফেরত হিরো আলম

পুলিশ কর্মকর্তা খুনের মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের সোনার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেছেন বগুড়ার আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানযোগে আজ রোববার সকাল ৮টা ১০ মিনিটে হিরো আলম ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

হিরো আলম সকাল পৌনে নয়টার দিকে প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ইমিগ্রেশনের কাজ সবে শেষ করেছেন। বাইরে বহু গণমাধ্যমকর্মী। আরাভ খানের সোনার দোকান উদ্বোধন করতে কেন দুবাই গিয়েছিলেন, সে বিষয়ে তাঁদের সঙ্গে বিস্তারিত কথা বলবেন।

গ্রেপ্তার আতঙ্কে আছেন কি না জবাবে হিরো আলম বলেন, ‘অবশ্যই গ্রেপ্তার আতঙ্কে আছি। বাসায় না পৌঁছা পর্যন্ত আতঙ্ক কাটবে না।’

হিরো আলম বলেন, দুবাই থেকে বিমানে রওনা করার আগে গতকাল শনিবার বিকেলে দুবাইয়ে মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন। তিনি বলেন, ‘ভক্তদের কথা দিয়েছিলাম, আসছে পবিত্র মাহে রমজানে তাঁদের জন্য চমক হিসেবে আমার গাওয়া ইসলামিক গান থাকবে।’

হিরো আলম আরও বলেন, ‘আমি পেশাদার কণ্ঠশিল্পী নই। চেষ্টা করছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আশা করছি এ গান নিয়ে কেউ ট্রল করার সাহস পাবে না। এখন সম্পাদনা শেষে শিগগির গানটি আমার ইউটিউব চ্যানেলে রিলিজ করব।’

গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকে অবস্থিত আরাভ জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বগুড়ার আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এ জুয়েলার্সের মালিক রবিউল ইসলাম ওরফে আরাভ খান। ডিবি বলছে, পুলিশ কর্মকর্তা মামুন এমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম দেশ থেকে পালিয়ে প্রথমে ভারতে যান। সেখানে আরাভ খান নামে পাসপোর্ট সংগ্রহ করে দুবাই চলে যান। এখন তিনি দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী। রবিউলকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker