সারাদেশ

বাগেরহাট জেলার রামপাল ঝুঁকিপূর্ণ রাস্তাও কালভার্ট নির্মাণের জন্য এলাকাবাসীর সরকারের কাছে যোর দাবি

রামপাল প্রতিনিধিঃ রামপাল উপজেলার ৩ং বাইনতলা ইউনিয়নের শোলাকুড়া গ্রামের এই ঝুঁকিপূর্ণ রাস্তা ও কালভার্ট নির্মাণের জন্য এলাকাবাসীর বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানিয়েছে। এই রাস্তার ও কালবার্ডের উপর  দিয়ে প্রতিনিয়ত প্রায় ৫ থেকে ৬০০ লোক যাতায়াত করে।

এই রাস্তার পাশ দিয়ে পানি উন্নয়ন বোর্ড বিআইডব্লিউটিএ’র আওতাধীন খাল খনন করায় রাস্তার বেশ কিছু অংশ ভেঙে খালের মধ্যে চলে গেছে। এলাকাবাসী জানায় তারা এলাকা থেকে সাদা তুলে খালের সাইড দিয়ে পাইলিং এর ব্যবস্থা করে ও রাস্তা টিকে টিকিয়ে রাখতে পারেনি। রাস্তাটির তিনভাগের দুইভাগ এ খালের মধ্যে চলে গিয়েছে। এবং কালভার্টটির পাশে ও কালভার্টের মাঝখানে ভাঙ্গন ধরেছে।

নদীতে জোয়ার আসলেই রাস্তাটি পানিতে প্লাবিত হয়ে যায়। তাই এলাকাবাসীর দাবি অতি দ্রুত এই রাস্তা ও কালভার্টটি  পুনরায় সংস্কার করা হোক।

এই রাস্তাও কালভার্টটি  সংস্কার করা না হলে এলাকাবাসীর দুর্ভোগের কোন শেষ থাকবে না ।
তাই এই রাস্তা ও কালভার্টের সংস্কারের জন্য এলাকাবাসীর বাংলাদেশ সরকারের প্রতি একান্ত দাবি জানিয়েছে জনতা বার্তা এর মাধ্যমে ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker