খেলার বার্তা

রেকর্ড গড়ে ইউরোর কোয়ার্টারে ডেনমার্ক

অনলাইন ডেস্ক: ১৯৯২ সালের ২৬ জুন সুইডেনের মাঠে রূপকথা লিখে ইউরোপসেরা হয়েছিল ডেনমার্ক। ২৯ বছর পর সেই ২৬ জুনে আরও একবার নিজেদের চেনালো ডেনমার্কের ফুটবলাররা। গ্রুপ পর্বের দুই ম্যাচে হেরেও প্রথম দল হিসেবে এবারের ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠলো ডেনমার্ক। শনিবার আমস্টারস্টাম অ্যারেনায় ওয়েলসকে ৪-০ গোলে হারায় ডেনমার্ক।

এবারের ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের কাছে হেরে গিয়েছিলো ডেনমার্ক। ওই ম্যাচ খেলার সময় কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
শুরু থেকেই ছোট ছোট পাসে বলের দখল রেখেছিলো ডেনমার্কের খেলোয়াড়রা। ম্যাচের ২৭ মিনিটে ডেনমার্কের হয়ে প্রথম গোলটি করেন ক্যাসপার দোলবার্গ। প্রথমার্ধে গ্যারেথ বেলের ওয়েলস গোল শোধ করার একাধিক সুযোগ পেলেও সেগুলি কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ম্যাচের ও নিজের দ্বিতীয় গোল করেন ডেনমার্কের ক্যাসপার। ম্যাচের বাকি সময়ে গোল শোধ করার সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ওয়েলস। ৮৮ মিনিটে তৃতীয় গোল করেন ডেনমার্কের জোয়াকিম। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচের চতুর্থ গোল করেন ডেনমার্কের মার্টিন ব্রাথওয়েট।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker