অপরাধ

র‌্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জ হতে দেশীয় অস্ত্রসহ ০৪ চাঁদাবাজ গ্রেফতার

১৭ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দে দুপুরে র‌্যাব-১১, সিপিএসসি এর বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় দেশীয় অস্ত্র প্রদর্শণ করে চলাচলরত বাস ও ট্রাক চালকদের ক্ষয়ক্ষতির ভয় দেখিয়ে ও হুমকি প্রদর্শণ করে চাঁদাবাজি করার সময় ০৪ জন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলো ১। মোঃ আক্তার হোসেন (৪৮), পিতা- মৃত কাজী হোসেন, ২। মোঃ জালাল হোসেন (২৯), পিতা- মৃত আব্দুস সোবহান, ৩। মোঃ মশিউর রহমান @ মুকুল (৩৫), পিতা- মৃত সেকেন্দার আলী খান এবং ৪। মোঃ লিটন মিয়া (২৯), পিতা- মৃত বাহার মিয়া। গ্রেফতারকৃত আসামীরা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকার বাসিন্দা। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের দখল হতে চাঁদাবাজির নগদ ৩,৩৬০/- টাকা, দেশীয় অস্ত্র ০৩টি রামদা এবং ০১টি জিআই পাইপ উদ্ধার করা হয়।

উপস্থিত স্বাক্ষী, একাধিক বাস ও ট্রাক চালক এবং গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় মহাসড়কে চলাচলরত বাস ও ট্রাক চালকদের দেশীয় অস্ত্র প্রদর্শণ করে জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গাড়িপ্রতি ১০০/- টাকা থেকে ২০০/-টাকা করে চাঁদা আদায় করে আসছিল। কোন বাস বা ট্রাকের চালক চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেফতারকৃত আসামীরা তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker