অপরাধ

র‍্যাবের অভিযানে কুষ্টিয়ায় ২ ভূয়া চিকিৎসক আটক

নিউজ ডেস্ক ঃ বিডিএমসিতে নিবন্ধন না করে স্বীকৃত মেডিকেল চিকিৎসক হিসেবে রােগীকে চিকিৎসা প্রদান করার অপরাধে কুষ্টিয়ায় মােঃ কামাল হােসেন (৪৪) ও মিরাজুল ইসলাম নামে দুই ভূয়া চিকিৎসককে আটক করা হয়েছে। শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের কাটাইখানা মােড় ও চৌড়হাস ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে কুষ্টিয়ার র‍্যাব-১২ , সিপিসি -১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।

আটককৃত মােঃ কামাল হােসেন কাটাইখানা মােড়স্থ মডার্ণ ডেন্টাল কেয়ার চেম্বার রোগী দেখতেন। সে শহরের আড়ুয়াপাড়া এলাকার মৃত রহিম বক্সের ছেলে। এবং মিরাজুল ইসলাম চৌড়হাস মোড়ে ফুলতলা এলাকার সজিব মেডিকেল হলের চেম্বারে রোগী দেখতেন। সে চৌড়হাস এলাকার মৃতঃ নুর মোহাম্মদ এর ছেলে।

র‍্যাবসুত্রে জানা যায়, শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে ভূয়া প্রেসক্রিপশনসহ কামাল হােসেন ও মিরাজুল ইসলামকে আটক করা হয়। আটককৃত কামাল হোসেন ও মিরাজুল ইসলামের বিরুদ্ধে বিডিএমসিতে নিবন্ধন না করে নিজের নামের পূর্বে ডাক্তার ব্যবহার করে এবং প্রতারণার আশ্রয় নিয়ে ইচ্ছাকৃতভাবে নিজেকে একজন স্বীকৃত মেডিকেল চিকিৎসক হিসেবে রােগীকে চিকিৎসা প্রদান করে। যা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন , ২০১০ এর ২২ (২)/২৮ (১) ধারার অপরাধ করেছে। এ ব্যাপারে আটককৃত দুইজনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker