শিক্ষা বার্তা

শতভাগ পাশ ২৯৭৫ বিদ্যালয়ে, সবাই ফেল ৫০টিতে

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় দুই হাজার ৯৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। আর গতবার পাঁচ হাজার ৪৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল।

এবার ৫০ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। আর গত বছর এই শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৮টি। অর্থাৎ এবার কোনো পরীক্ষার্থী পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।

এ হিসেবে শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান এবার দুই হাজার ৫১৯টি কমেছে এবং সব পরীক্ষার্থী ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩২টি।

সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সঙ্গে নিয়ে এসএসিসর ফলের সার সংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পরে আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আরও পড়ুন: এসএসসি ও সমমানে পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ

এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে এবার পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ ছিল।

এবছর জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৫৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী। এর আগে গত বছর অর্থাৎ ২০২১ সালে জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৮৩ হাজার শিক্ষার্থী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker