আন্তর্জাতিক

৯০০০ টাকা সস্তা সোনা! দেখে নিন কলকাতায় ১০ গ্রামের দাম কত ?

বিশেষজ্ঞদের মতে এবছরের শেষে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬০ হাজার পর্যন্ত বাড়তে পারে ৷

সোনা-রুপোর (Gold-Silver) দামে এই সপ্তাহে লাগাতার পতন দেখা গিয়েছে ৷ তবে শুক্রবার এমসিএক্সে সোনার দাম সামান্য হলেও বেড়েছিল ৷ শুক্রবার বাজারে সোনার দাম ৩২৪ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৪৭৫৮৭ টাকা ছিল ৷ বর্তমানে অবশ্য সোনা গত বছরের রের্কড দাম থেকে ৯০০০ টাকা সস্তা ৷ অগাস্ট ২০২০-তে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬২০০ টাকা রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছিল ৷

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) শুক্রবার সোনার দাম বেড়েছিল ৷ এছাড়া অগাস্টের ফিউচার ট্রেড ৩০০ টাকা বেড়ে ৪৭৩৩৯ টাকা স্তরে ট্রেড করেছে ৷ রুপোর জুলাইয়ের ফিউচার ট্রেড ১০০৪.০০ টাকা বেড়ে ৬৯১৫৯ টাকায় ট্রেড করেছে ৷

১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দিল্লিতে ৫০,৪৬০ টাকা ৷ চেন্নাইয়ে ৪৮৯৪০ টাকা, মুম্বইয়ে ৪৭৩১০ টাকা ও কলকাতায় ৪৯৬১০ টাকা ৷ হায়দারবাদে ৪৮৩৪০ টাকা, পটনায় ৪৭৩১০ টাকা, লখনউ ও জয়পুরে ৫০৪৬০ টাকা ৷

বিশেষজ্ঞদের মতে এবছরের শেষে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬০ হাজার পর্যন্ত বাড়তে পারে ৷ ফলে সোনা কেনার থাকলে বা সোনায় ইনভেস্ট করার হলে এখনই সেরা সময় ৷ গত বছরে সোনা প্রায় ২৮ শতাংশ রিটার্ন দিয়েছে ৷

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker