আন্তর্জাতিক

BBC Bangla Radio: ৮১ বছর পর বন্ধ হচ্ছে বিবিসি বাংলার রেডিয়ো সম্প্রচার

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) জানিয়েছে, তারা আন্তর্জাতিক পরিষেবার জন্য বছরে ২৮.৫ মিলিয়ন পাউন্ড বা প্রায় ৩২১ কোটি টাকা সঞ্চয় করার চেষ্টা করছে। এই জন্য ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২টি পদ তুলে দেওয়া হচ্ছে। ওই পদগুলি ‘শূন্য’ করার জন্য প্রস্তাব দিয়েছে বিবিসি।

১৯৪১ সালের ১১ অক্টোবর বাংলায় ১৫ মিনিটের সাপ্তাহিক সম্প্রচার শুরুর মাধ্যমে যাত্রা হয়েছিল বিবিসি বাংলার রেডিয়ো কার্যক্রমের। পরে সংবাদ সম্প্রচার শুরু হয় ১৯৬৫ সালে। শুধুমাত্র সংবাদ নয়, আরও বেশ কিছু অনুষ্ঠান জনপ্রিয়তা পেয়েছিল। বিবিসি জানিয়েছে, এই সঙ্গেই কিরগিজ, উজবেক, ইন্দোনেশীয়, তামিল ও উর্দু ভাষার রেডিয়ো পরিষেবা বন্ধ করা হবেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, বিবিসি জানিয়েছে, কোনও ভাষার পরিষেবাই পুরপুরি বন্ধ হচ্ছে না। অনেকগুলোই অনলাইন পরিষেবার সঙ্গে যুক্ত হবে। চিনা, গুজরাটি, ইগবো, ইন্দোনেশীয়, পিজিন, উর্দু ও ইওরুবা ভাষার পরিষেবা এবার অনলাইন বলে জানিয়েছে তারা । সূত্রের খরব, আরও কিছু সংস্থাকে অনলাইনে যুক্ত করার চিন্তাভাবনা করছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন। সিবিবিসি ও বিবিসি ফোরকেও অনলাইনে যুক্ত করার কথা রয়েছে। এর ফলে বছরে ৫০০ মিলিয়ন পাউন্ড বা পাঁচ হাজার ৬৩০ কোটির বেশি টাকার সঞ্চয় হবে তাদের।

বিবিসি জানিয়েছে, বাধ্য হয়েই তাদের এই রকম সিদ্ধান্ত নিতে হয়েছে। একদিকে উচ্চ মূল্যস্ফীতি এবং আরেক দিকে ক্রমবর্ধমান ব্যয়। এই দুইয়ের চাপের ফলে তাদেকে ‘কঠিন এই সিদ্ধান্তের দিকে যেতে হচ্ছে’।

এরই সঙ্গে বেশ কিছু ভাষার কার্যালয় লন্ডনের হেড অফিস থেকে সরিয়ে দেওয়া হবে। ওই কার্যালয়গুলি করা হবে সেই সমস্ত ভাষার শ্রোতাদের কাছাকাছি জায়গায়। যেমন- থাই পরিষেবা ব্যাংককে, কোরিয়ান পরিষেবা সিওলে, বাংলা পরিষেবা ঢাকায় এবং ফোকাস অন আফ্রিকা টিভি বুলেটিন পরিষেবা নাইরোবিতে স্থানান্তরিত করা হবে।

তারা জানিয়েছে, রেডিয়ো সম্প্রচারের পরিবর্তে আরবি ও ফারসি ভাষার নির্ধারিত টিভি সম্প্রচার অব্যাহত থাকবে। আরবি ও ফারসি ভাষার অডিয়ো ও অন্যান্য ডিজিটাল স্ট্রিমকে কী করে আরও ভালো করা যায় সেদিকে নজর দেওয়া হবে, এই নিয়ে ওই প্রতিষ্ঠানের কর্মী ও ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে আলোচনা করবে বিবিসি। প্রায় ৪০টি ভাষায় খবর সম্প্রচার করে বিবিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker