টেক বার্তা

Paytm ব্যবহারে বাড়ছে খরচ, বিল পেমেন্টে গুনতে হবে অতিরিক্ত মাশুল

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ওয়ালেট ব্যালেন্স থেকে ক্রেডিট কার্ড বিল পেমেন্টের ক্ষেত্রে এবার থেকে গ্রাহককে অতিরিক্ত মাশুল গুনতে হবে। Paytm Wallet থেকে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করলেই অতিরিক্ত খরচ করতে হবে গ্রাহককে।

আগে Paytm থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্ট অতিরিক্ত কোন খরচ করতে হত না। Paytm Wallet থেকে এই পেমেন্ট হয়। কিন্তু নতুন নিয়মে 10,000 টাকার বেশি বিল পেমেন্টে গ্রাহককে 1.18 শতাংশ অতিরিক্ত মাশুল গুনতে হবে। অর্থাৎ 10,000 টাকার বিল পেমেন্ট করতে ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে হবে 10,118 টাকা।

তবে গ্রাহকের জেনে রাখার প্রয়োজন বিভিন্ন উপায়ে ক্রেডিট কার্ড বিল পেমেন্টের সুবিধা দেয় Paytm। ওয়ালেয়ট ব্যালেন্স ছাড়াও UPI, Paytm Bank, ডেবিট কার্ড ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে Paytm থেকে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করা সম্ভব। এই সব ক্ষেত্রে কোন অতিরিক্ত খরচ করতে হবে না। শুধুমাত্র Paytm Wallet থেকে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করলেই অতিরিক্ত 1.18 শতাংশ মাশুল গুনতে হবে।

Paytm থেকে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করবেন কী ভাবে?

প্রথমে Paytm অ্যাপ ওপেন করুন

এবার Recharge and Bill Payment অপশন সিলেক্ট করুন

এর পরে বেছে নিন Credit Card অপশন

<এখানে আপনার ক্রেডিট কার্ড নম্বর জানতে চাইবে অ্যাপ

ক্রেডিট কার্ড নম্বর এন্টার করে Proceed অপশন সিলেক্ট করুন

এবার বিলের অ্যামাউন্ট এন্টার করে পেমেন্ট পদ্ধতি বেছে নিন

বিগত কয়েক বছরে গোটা দেশে ডিজিটাল লেনদেনের জনপ্রিয়তা এক ধাক্কায় অনেকটা বেড়েছে। Google Pay, PhonePe ছাড়াও জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট অ্যাপ Paytm। ভারতে ডিজিটাল পেমেন্টকে জনপ্রিয় করতে এই অ্যাপের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু এবার মাশুল বাড়িয়ে গ্রাহকের উপরেই চাপ সৃষ্টি করল এই ডিজিটাল পেমেন্ট অ্যাপ। যদিও এখনও অতিরিক্ত খরচ ছাড়াও ক্রেডিট কার্ড বিল পেমেন্টের সুবিধাও রেখেছে ডিজিটাল পেমেন্ট অ্যাপটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker