টেক বার্তা

Kawasaki Ninja কিনুন আরও কম দামে, ভারতে বাইকের দামে মিলছে 35,000 টাকা ছাড়

কাওয়াসাকির নাম শুনলেই প্রথম যে বাইকের কথা মাথায় আসে তা হল নিনজা। এই সিরিজে একাধিক মোটরসাইকেল বিক্রি করে সংস্থা। কিন্তু, আজ যে বাইকের কথা বলতে চলেছি তা হল নিনজা 400। এই বাইকের উপর সম্প্রতি ছাড় দেওয়ার ঘোষণা করেছে সংস্থা। বাইকের উপর 35,000 টাকা ছাড় পাবেন গ্রাহকেরা।

কাওয়াসাকি জানিয়েছে, গুড টাইমস ভাউচার হিসাবে এই সুবিধা পাওয়া যাবে। অফারের মেয়াদ ততদিন থাকবে যতদিন বাইকের স্টক থাকবে। স্টক শেষ হয়ে গেলে অফারের লাভ তোলা যাবে না। তবে শুধু কাওয়াসাকি নয়, সংস্থার আরও দুটি বাইকে পাবেন সুবিধা।

এই দুই বাইক হল – Ninja 650 এবং Versys 650। এই দুই বায়কেও যে অফার রয়েছে তা পাওয়া যাবে যতদিন স্টক থাকবে। নিনজা 650-এ পাবেন 30,000 টাকা ছাড় এবং ভার্সিস 650-এ মিলবে 20,000 টাকার সুবিধা। বছর শেষে একাধিক গাড়ি-বাইক সংস্থা দ্রুত স্টক বিক্রি করার জন্য এই ধরনের অফার নিয়ে হাজির হয়েছে ভারত।

কাওয়াসাকি নিনজা 400 : ইঞ্জিন ও ফিচার্স

এই বাইকে রয়েছে 399 সিসি লিকুইড কুল্ড টুইন সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 44.8 হর্সপাওয়ার এবং 37 এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স ও স্লিপার ক্লাচ। বাইকের দাম 5.24 লাখ টাকা (এক্স-শোরুম)। ভারতের বাইকের প্রতিপক্ষ রয়েছে কেটিএম আরসি 390, ইয়ামাহা আর3, এপ্রিলিয়া আরএস এবং বিএমডাব্লিউ জি 310।

কাওয়াসাকি নিনজা 650 ও ভার্সিস 650 : ইঞ্জিন ও ফিচার্স

দুই বাইকেই রয়েছে 649 সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন সঙ্গে 6 স্পিড গিয়ারবক্স। নিনজার ইঞ্জিন সর্বোচ্চ 66 হর্সপাওয়ার এবং 61 এনএম টর্ক তৈরি করতে পারে। অন্যদিকে ভার্সিস 650 এর ইঞ্জিন সর্বোচ্চ 67 হর্সপাওয়ার এবং 64 এনএম টর্ক উত্পন্ন করতে পারে।

কাওয়াসাকি ভার্সিস একটি টুরিং বাইক যেখানে বড় উইন্ডস্ক্রিন, লম্বা স্টান্স এবং ভারী চেহারা। অন্যদিকে নিনজা 650ও টুরার মোটরসাইকেল। তবে এতে রয়েছে স্পোর্টি ডিজাইন। যে কারণে অনেকে এটিকে স্পোর্টি টুরার বাইক বলে থাকেন।

ফিচার্সের ক্ষেত্রে নিনজা ও ভার্সিস দুই বাইকেই পাবেন LED লাইটিং, TFT ইনস্ট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ট্র্যাকশন কন্ট্রোল। বাইকদুটির দাম রয়েছে যথাক্রমে : 7. 16 লাখ টাকা (এক্স-শোরুম) এবং 7.77 লাখ টাকা (এক্স-শোরুম)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker