খেলার বার্তা

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২-এর সম্পূর্ণ সূচি

কাতার: আর কিছু দিনের অপেক্ষা। তারপরই অবসান ঘটতে চলেছে সব প্রতীক্ষার। শুরু হতে চলেছে বিশ্বের সবথেকে জনপ্রিয় স্পোর্টিং ইভেন্ট। আগামি ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ঢাকে কাঠি পড়বে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২। ফুটবল জ্বরে ইতিমধ্যেই কাবু গোটা বিশ্ব। মেসি-রোনাল্ডো-নেইমারদের দ্বৈরথ দেখার অপেক্ষায় সকলেই। ২২তম ফুটবল বিশ্বকাপ শুরুর আগে এক ঝলকে দেখে নিন প্রতিযোগিতার সম্পূর্ণ সূচি।

ফিফা বিশ্বকাপ ২০২২-এর সূচি-

২০ নভেম্বর, রবিবার- কাতার বনাম ইকুয়েডর (গ্রুপ এ, রাত সাড়ে ৯টা)।

২১ নভেম্বর, সোমবার- ইংল্যান্ড বনাম ইরান (গ্রুপ বি, সন্ধে সাড়ে ৬টা); সেনেগাল বনাম নেদারল্যান্ডস (গ্রুপ এ, রাত সাড়ে ৯টা); মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ওয়েলস্‌ (গ্রুপ বি, রাত সাড়ে ১২টা)।

২২ নভেম্বর, মঙ্গলবার- আর্জেন্তিনা বনাম সৌদি আরব (গ্রুপ সি, বিকেল সাড়ে ৩টে); ডেনমার্ক বনাম টিউনিসিয়া (গ্রুপ ডি, সন্ধে সাড়ে ৬টা); মেক্সিকো বনাম পোল্যান্ড (গ্রুপ সি, রাত সাড়ে ৯টা); ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া (গ্রুপ ডি, রাত সাড়ে ১২টা)।

২৩ নভেম্বর, বুধবার- মরক্কো বনাম ক্রোয়েশিয়া (গ্রুপ এফ, বিকেল সাড়ে ৩টে); জার্মানি বনাম জাপান (গ্রুপ ই, সন্ধে সাড়ে ৬টা); স্পেন বনাম কোস্তারিকা (গ্রুপ ই, রাত সাড়ে ৯টা); বেলজিয়াম বনাম কানাডা (গ্রুপ এফ, রাত সাড়ে ১২টা।

২৪ নভেম্বর, বৃহস্পতিবার- সুইৎজারল্যান্ড বনাম ক্যামেরুন (গ্রুপ জি, বিকেল সাড়ে ৩টে); উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া (গ্রুপ এইচ, সন্ধে সাড়ে ৬টা); পর্তুগাল বনাম ঘানা (গ্রুপ এইচ, সন্ধে সাড়ে ৯টা); ব্রাজিল বনাম সার্বিয়া (গ্রুপ জি, রাত সাড়ে ১২টা)।

২৫ নভেম্বর, শুক্রবার- ওয়েলস্‌ বনাম ইরান (গ্রুপ বি, বিকেল সাড়ে ৩টে); কাতার বনাম সেনেগাল (গ্রুপ এ, সন্ধে সাড়ে ৬টা); নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর (গ্রুপ এ, রাত সাড়ে ৯টা); ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (গ্রুপ বি, রাত সাড়ে ১২টা)।

২৬ নভেম্বর, শনিবার- টিউনিশিয়া বনাম অস্ট্রেলিয়া (গ্রুপ ডি, বিকেল সাড়ে ৩টে); পোল্যান্ড বনাম সৌদি আরব (গ্রুপ সি, সন্ধে সাড়ে ৬টা); ফ্রান্স বনাম ডেনমার্ক (গ্রুপ ডি, রাত সাড়ে ৯টা); আর্জেন্তিনা বনাম মেক্সিকো (গ্রুপ সি, রাত সাড়ে ১২টা)।

২৭ নভেম্বর, রবিবার- জাপান বনাম কোস্তারিকা (গ্রুপ ই, বিকেল সাড়ে ৩টে); বেলজিয়াম বনাম মরক্কো (গ্রুপ এফ, সন্ধে সাড়ে ৬টা); ক্রোয়েশিয়া বনাম কানাডা (গ্রুপ এফ, রাত সাড়ে ৯টা); স্পেন বনাম জার্মানি (গ্রুপ ই, রাত সাড়ে ১২টা)।

২৮ নভেম্বর, সোমবার- ক্যামেরুন বনাম সার্বিয়া (গ্রুপ জি, বিকেল সাড়ে ৩টে); দক্ষিণ কোরিয়া বনাম ঘানা (গ্রুপ এইচ, সন্ধে সাড়ে ৬টা); ব্রাজিল বনাম সুইৎজারল্যান্ড (গ্রুপ জি, রাত সাড়ে ৯টা); পর্তুগাল বনাম উরুগুয়ে (গ্রুপ এইচ, রাত সাড়ে ১২টা)।

২৯ নভেম্বর, মঙ্গলবার- ইকুয়েডর বনাম সেনেগাল (গ্রুপ এ, রাত সাড়ে ৮টা); নেদারল্যান্ডস বনাম কাতার (গ্রুপ এ, রাত সাড়ে ৮টা); ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (গ্রুপ বি, রাত সাড়ে ১২টা); ওয়েলস্‌ বনাম ইংল্যান্ড (গ্রুপ বি, রাত সাড়ে ১২টা)।

৩০ নভেম্বর, বুধবার- টিউনিশিয়া বনাম ফ্রান্স (গ্রুপ ডি, রাত সাড়ে ৮টা); অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক (গ্রুপ ডি, রাত সাড়ে ৮টা); পোল্যান্ড বনাম আর্জেন্তিনা (গ্রুপ সি, রাত সাড়ে ১২টা); সৌদি আরব বনাম মেক্সিকো (গ্রুপ সি, রাত সাড়ে ১২টা)।

১ ডিসেম্বর, বৃহস্পতিবার- ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম (গ্রুপ এফ, রাত সাড়ে ৮টা); কানাডা বনাম মরক্কো (গ্রুপ এফ, রাত সাড়ে ৮টা); জাপান বনাম স্পেন (গ্রুপ ই, রাত সাড়ে ১২টা); কোস্তারিকা বনাম জার্মানি (গ্রুপ ই, রাত সাড়ে ১২টা)।

২ ডিসেম্বর, শুক্রবার- দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল (গ্রুপ এইচ, রাত সাড়ে ৮টা); ঘানা বনাম উরুগুয়ে (গ্রুপ এইচ, রাত সাড়ে ৮টা); সার্বিয়া বনাম সুইৎজারল্যান্ড (গ্রুপ জি, রাত সাড়ে ১২টা); ক্যামেরুন বনাম ব্রাজিল (গ্রুপ জি, রাত সাড়ে ১২টা)।

গ্রুপ লিগের ম্যাচ শেষ হওয়ার পর ১৬টি দল পৌছে যাবে রাউন্ড অফ সিক্সটিনে। এখান থেকে নক আউট হবে প্রতিযোগিতা। প্রি-কোয়ার্টার ফাইনালের খেলা হবে ৩-৬ ডিসেম্বর পর্যন্ত। এরপর কোয়ার্টার ফাইনালের ম্যাচ হবে ৯ ও ১০ ডিসেম্বর। সেমিফাইনাল হবে ১৩, ১৪ ও ১৭ ডিসেম্বর। আর ১৮ ডিসেম্বর মেগা ফাইনাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker