জাতীয়

আবু ত্ব-হার পক্ষে হাইকোর্টে লড়বেন ব্যারিস্টার সুমন

স্টাফ রিপোর্টার : নিখোঁজ ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে খুঁজে বের করতে আইনি সহায়তা দেবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।  তিনি বলেন, ত্ব-হার পরিবার চাইলে তাকে খুঁজে বের করতে হাইকোর্টে ‘হেবিয়াস কর্পাস’ রিট মামলা করতে চাই। বুধবার ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন। 

সুমন বলেন, এক সপ্তাহ ধরে নিখোঁজ ত্ব-হাকে  খুঁজে বের করার দায়িত্ব সরকারের।  সরকারের কাছে দাবি, তাকে খুঁজে বের করুন।  এমনও হতে পারে সে নিজেও গুম হয়ে থাকতে পারে।  অথবা কোনো বাহিনীর কাছে সে থাকতে পারে।  যেখানেই থাকুক সরকারের উচিত ন্যায়বিচারের স্বার্থে আবু ত্ব-হাকে খুঁজে বের করা।  আমি বলতে চাই, আমাদের দেশে আইন-আদালত আছে।  সেখানে ত্ব-হার সন্ধানে হেবিয়াস কর্পাস (ব্যক্তিকে হাজির করতে রিট) রিট করতে পারি। 

ব্যারিস্টার সুমন বলেন, আবু ত্ব-হার পরিবার চাইলে এ বিষয়ে আমি আইনি সহায়তা দেব।  তারা যদি আসেন আমি হাইকোর্টে এই রিট মামলা করতে চাই।  আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যদি আবু ত্ব-হা থাকেন তাহলে হাইকোর্টের আদেশে অবশ্যই তাকে সামনে আনতে বাধ্য হবেন।

সুমন আরও বলেন, পরিশেষে আমি বলতে চাই আবু ত্ব-হাসহ চারজন নিখোঁজ আছেন।  এখানে হারানো বিষয় না।

বিষয় হচ্ছে, মানুষের মনে যদি এটা আসে এখানে গুম হয়ে গেলে আর বের হয় না মানুষ, তাহলে এটা ন্যায় বিচারের পরিপন্থী হবে।

১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন।  তার দুই সহযোগীও একই দিন থেকে নিখোঁজ রয়েছেন।  নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী ও মা রংপুর ও ঢাকায় এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ করেন।এদিকে স্বামীকে ফিরে পেতে আবু ত্ব-হার স্ত্রী সাবেকুন নাহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন। 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker