আন্তর্জাতিক

কলম্বিয়ার প্রেসিডেন্টের উপর হামলায় অভিযুক্ত জাকারবার্গকে খুঁজে দিলে ৩০ লাখ ডলার পুরস্কার!

আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ার কুকুতা যাওয়ার পথে সম্প্রতি সেদেশের প্রেসিডেন্ট ইভান দুকের হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালানো হয়। অভিযোগ, কাতাতুম্বোর উপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চলে।

ওই হামলার সময় প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন তাঁর দুই মন্ত্রী এবং আমলাও। গুলিতে হেলিকপ্টারের কিছুটা ক্ষতি হলেও আরোহী কোনো ব্যক্তির ক্ষতি হয়নি।

এই ঘটনার পর প্রেসিডেন্ট ইভান দুকে বলেন, ‘কাপুরুষের মতো হামলা করা হয়েছে।’

ওই গুপ্ত হামলার পর সন্দেহভাজনদের খোঁজে হন্যে হয়ে ঘুরছে কলম্বিয়া পুলিশ।

সংবাদমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দুই সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে তারা। তাতে বলা হয়েছে, ওই দুজন কুখ্যাত অপরাধীকে খুঁজে দিলে ৩০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।

ওই স্কেচ সামনে আসার পরই আলোচনায় ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গের নাম। কারণ দুর্বল হাতে যে দুই ব্যক্তির স্কেচ আঁকা হয়েছে, তার এক মধ্যে একটি হুবহু অবিকল তাঁর মতো দেখতে।

সেই গুপ্ত হামলার ব্যক্তির স্কেচ হু হু করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কলম্বিয়া পুলিশের ওই বিজ্ঞপ্তি শেয়ার করে সরাসরি জাকারবার্গকে ট্যাগ করছেন হাজার হাজার মানুষ। ফেসবুক কর্ণধারকে পুলিশের হাতে ধরা দিতেও অনুরোধ করেছেন অনেকে। যে কারণে নিজের তৈরি ভার্চুয়াল দুনিয়ায় জাকারবার্গ নিজেই এখন ‘অপরাধী’। যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি ফেসবুক কর্ণধার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker