অপরাধকুষ্টিয়া বার্তা

কুষ্টিয়ায় কৃষকের স্বাভাবিক মৃত্যুকে হাতিয়ার বানিয়ে প্রতিপক্ষের ২১ জনের নামে মিথ্যা মামলা

কুষ্টিয়ার কুমারখালী বাগুলাট ইউনিয়নের ভড়ুয়া পাড়া গ্রামের আমিরুল (৪৪) নামক এক কৃষকের মৃত্যু হয় । গ্রাম্য সূত্রে জানা যায় আমিরুলের এর মৃত্যু ২৪/০১/২০২১ইং তারিখে রবিবার আনুমানিক রাত ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ জনিত কারণে মারা যায়। পরে ভোর চারটার দিকে আমিরুলের লাশ সরিষা ক্ষেতে ফেলে রেখে আসে এই বলে দাবি করছেন গ্রামবাসী। পরে সরিষা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে কুমারখালী থানা পুলিশ। আমিরুলের এই মৃত্যুর বিষয়টি নিয়ে ভড়ুয়া পাড়া গ্রামে ২১ জনের নামে মামলা দায়ের করেন তার পরিবার। বড়ুয়া পাড়া গ্রামের সাধারণ জনগণ বলছে এই আমিরুলের মৃত্যুর বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। গ্রাম্য রাজনীতিতে দুই পক্ষের মারামারি হওয়ার কারণে এই আমিরুলের মৃত্যুকে হত্যা বল দাবি করেন আমিরুলের পরিবার। কিন্তু গ্রামবাসীরা এই মৃত্যুকে সম্পূর্ণ সাঁজানো বলে দাবি করছেন। আমিরুলের মৃত্যুর পর তার লাশ প্রসমাডাম করতে আনা হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তার চুরান্ত রিপোর্টে মেডিকেল অফিসার ডাঃ মোঃ রুমন রহমান স্বাক্ষরিত সুস্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে যে, মৃত ব্যক্তির মৃত্যু হয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ জনিত কারণে যার মৃত্যু স্বাভাবিক। এই বলে হাসপাতাল কর্তৃপক্ষ রিপোর্ট দায়ের করেন। তাহলে মেডিকেল রিপোর্ট মোতাবেক যদি স্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচিত হয় তবে এই মৃত্যুকে কেন্দ্র করে ২১ জনের নামে মামলা হওয়ার আসলে নেপথ্য কারা? এই ২১টি পরিবারের সাথে কি এমন শত্রুতা ছিল যে কারণে সবাই মিলে একজন কৃষককে হত্যা করে? এই নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। এলাকাবাসি দাবি করছে একটি স্বাভাবিক মৃত্যুকে ইস্যু করে ২১ জনের উপর মামলা দায়ের অস্বাভাবিক। বিষয়টি খতিয়ে দেখে সুষ্ঠ আইনি ব্যবস্থায় মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবি তাদের।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker