কুষ্টিয়া বার্তাজেলা সংবাদ

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর রেল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মিরপুর উপজেলার নওপাড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে নাঈম আলী (১৬) ও একই উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রবিউল শাহর মেয়ে ঋতু খাতুন (১৫)। নিহত নাঈম মিরপুরের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এবং ঋতু মিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুইজন একসঙ্গে রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিল। একপর্যায়ে তারা জিকে সেচ প্রকল্প এলাকার রেল ব্রিজের ওপরে ওঠে। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনটি ব্রিজ অতিক্রম করলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যায়।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার হরিশংকরপুর ধোপাপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান এক গৃহবধূ। ভাগ্যক্রমে দুজন বেঁচে গেলেও ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে মেয়ের বাম হাত। গুরুতর আহত মা-মেয়ে বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker