কুষ্টিয়া বার্তা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি থানায় জিডি

কুষ্টিয়ায় প্রতিপক্ষকে শায়েস্তা করতে বালি ফেলে গৃহবন্দী রাখার অভিযোগ ’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে জতীয় সাংবাদিক সোসাইটির কুষ্টিয়া জেলা সভাপতি ও সাপ্তাহিক মফঃস্বল বার্তার সম্পাদক তাজমুল আলম তাজুকে বিভিন্ন মাধ্যমে মামলা হামলা ও প্রাননাশের হুমকি দেওয়া হচ্ছে । এ ঘটনায় পত্রিকাটির সম্পাদক তাজমুল আলম তাজু নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রসঙ্গত ‘ কুষ্টিয়ায় প্রতিপক্ষকে শায়েস্তা করতে বালি ফেলে গৃহবন্দী রাখার অভিযোগ’ শিরোনামে একটি মানবিক প্রতিবেদন গত সোমবার সাপ্তাহিক মফঃস্বল বার্তার প্রথম পাতায় প্রকাশ হয়।
প্রতিবেদনটি প্রকাশের পর বিভিন্ন মাধ্যমে সাংবাদিক তাজমুল আলম তাজুকে মামলা ও হামলার হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ১৮ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যা সাতটায় সাপ্তাহিক মফঃস্বল বার্তার সম্পাদক তাজমুল আলম তাজুর ব্যাবহৃত মোবাইল ফোনে ০১৯১৪-৮৩২২১৮ নম্বর থেকে কল দিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ ও হামলা মামলার হুমকি দেওয়া হয়। সেই সাথে পরবর্তীতে সংবাদ প্রকাশ না করতে সতর্ক করা হয়। এঘটনায় তাজমুল আলম তাজু কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। যার নং: ১০৬০।

ভুক্তভোগী পত্রিকা সম্পাদক তাজমুল আলম তাজু জানান, আমাকে মিথ্যা মামলায় ফাসানো ও হত্যার হুমকি দেওয়ায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এক বিবৃতিতে জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান এ্যাডভোকেট লায়ন এম এ মজিদ, মহাসচিব নাসির উদ্দিন বুলবুল ও কেন্দ্রীয় সহ-সভাপতি হারুন অর রশীদ পত্রিকা সম্পাদককে হুমকি দেয়ার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তাজমুল আলম তাজু একজন সাহসী সাংবাদিক। তার কিছু হলে এর দায়ভার ঐ ভূমিদস্যুরা কোনো ক্রমেই এড়াতে পারবেন না। তাই যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আছে।

প্রয়োজনে দুস্কৃতিকারি দমনে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলা হবে। অপর এক বিবৃতিতে এঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল’র কেন্দ্রীয় চেয়ারম্যান ও জাতীয় সাংবাদিক সোসাইটির সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট ড. সিব্বির আহাম্মেদ বলেন,আমার জানামতে অবরুদ্ধ ঐ পরিবারটিকে নিয়ে এর আগেও কুষ্টিয়ার বিভিন্ন পত্র পত্রিকায় তথ্য বহুল সংবাদ প্রকাশিত হয়। অতএব, ভূমিদস্যুদের বলবো সাংবাদিকদের হুমকি দিয়ে লাভ নেই বরং দেশের প্রচলিত আইনে ফেসে যেতে পারেন। এ ব্যাপারে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক শিকলের ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজ উর রহমান দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker