মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে কুষ্টিয়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জনাব মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার কুষ্টিয়া ।
রবিবার (২৬ মার্চ ২০২৩) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রথমে শহীদ মিনারে সকাল ৬টা ১০ মিনিটে ফুল দিয়ে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলমের নের্তৃত্বে জেলা পুলিশ কুষ্টিয়ার সদস্যরা সকাল ৬ টা ২০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুরপ্রতিকৃতি, মজমপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল ৬ টা ৩০ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সূরা ফাতিহা পাঠ করেন। শ্রদ্ধা নিবেদনের পর পুলিশ সুপার মহোদয় তার প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৫ আগস্ট শাহাদাত বরন কারী সকল শহীদ পরিবার ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ কারী শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, আরওআই, রির্জাভ অফিস, কুষ্টিয়া, টিআই-১, সদর কেন্দ্রিক সকল ইন্সপেক্টরবৃন্দ এবং জেলা পুলিশ কুষ্টিয়ার সকল পর্যায়ের সদস্যবৃন্দ।
মন্তব্য করুন