অপরাধসারাদেশ

উস্কানিমূলক পোস্ট শেয়ার করায় ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

সাতক্ষীরা: সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট শেয়ার করায় সোনালী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (এজিএম) ও শাখা প্রধান মনোতোষ সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন উস্কানিমূলক পোস্ট ব্যক্তিগত ফেসবুকে শেয়ার করেছেন তিনি।

মানোতোষ সরকার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিঞ্চুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের রমেশ কুমার কর্মকারের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা পৌরসভার উত্তর কাটিয়ায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

সোনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের গত ২৬ জুলাইয়ের এইচআরএমডি/ওএমডি/সেকশন-১/৫৬৯০ নং স্মারকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শওকত জামান স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে যে, মনোতোষ সরকার (জি-৩৫৯৪০) অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন একটি সাম্প্রদায়িক পোস্ট শেয়ার করেছেন।

যা ব্যাংকের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে সুযোগ সৃষ্টি করেন।

এর পরিপ্রেক্ষিতে সোনালী ব্যাংক লিমিটেড কর্মচারী চাকরি প্রবিধানমালা ২০০৮ এর ৪৪ (১) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আপনাকে (মনোতোষ সরকার) স্মারকজারির তারিখ হতে এ ব্যাংকের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

ঘটনার বিষয়ে সদ্য চাকরিচ্যুত সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখার প্রধান মনোতোষ সরকার সাংবাদিকদের বলেন, আপনারা যেটি শুনেছেন বরখাস্ত করা হয়েছে বিষয়টি সঠিক। তবে আমি এখন বাইরে রয়েছি। বিস্তারিত কথা পরে বলব।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker