কুষ্টিয়া বার্তাশিক্ষাঙ্গন

অঞ্জনগাছি মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত হওয়া উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

নতুন করে ২ হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে সরকার। এদিকে, এমপিওভুক্তির সংবাদে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাঝে আনন্দের বন্যা বইছে। ঈদুল আযহা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও মুঠোফোনে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের সহকর্মীদের কাছ থেকে মুঠোফোনে এমপিওভুক্তির খবর শুনে একে-অন্যেই আনন্দ মাতেন। এমপিওভুক্তির আগে শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্দিন নিয়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা স্মৃতিচারণ করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিতে প্রত্যাশা ব্যক্ত করেন। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসীদেরও আনন্দ উল্লাসের কমতি নেই বলে জানাগেছে।

এর মধ্যে কুষ্টিয়া জেলার মিরপুরে অঞ্জনগাছি মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘ ২২ বছর পর এমপিওভুক্ত করন হওয়ায় বিদ্যালয়ে ২৩/০৭/২০২২ ইং তারিখে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আহম্মদ আলী,সা,স,জাতীয় সমাজত্রান্ত্রিক দল জাসদ মিরপুর উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব- আব্দুল মজিদ,অধ্যক্ষ আঃ রাফেত বিশ্বাস কলেজ ছাতিয়ান,মিরপুর,কুষ্টিয়া,জনাব আমান উল্লাহ আমান, বিদ্যুৎসাহী সদস্য অঞ্জনগাছী মাধ্যঃ বিঃ,জনাব- তোফাজ্জেল হোসেন, সাবেক সদস্য অ.মা.বি,জনাব – মোঃ একরামুল হক, অবিভাবক সদস্য অ.মা.বি, জনাব :- মোঃ রাকাত আলী, মেম্বর ৯ নং ওয়ার্ড, জনাব- আহাদ আলী, প্রঃ শিঃ ছাতিঃ মাধ্যঃ বিদ্যঃ,জনাব- মোজাম্মেল হক প্রঃ শিঃ অঞ্জনগাছী সরঃ প্রাঃ বিদ্যাঃ,জনাব : আশরাফুল আলম। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন : জনাব গোলাম সরওয়ার নাসির, প্রধান শিক্ষক অঞ্জনগাছি মাধ্যমিক বিদ্যালয়।

প্রধান শিক্ষক জনাব গোলাম সরওয়ার নাসির বলেন, এমপিওভুক্তির খবরে আমার অনুভূতি হারিয়ে ফেলেছি। আমরা সকল শিক্ষক ও কর্মচারী মহাখুশি। তিনি বলেন, দীর্ঘ ২২ বছর পর  এমপিওভুক্তি হলো। এখন এই স্কুলে শিক্ষার মান আরো  বৃদ্ধি পাবে।

মোঃ রাকিবুল ইসলামের সঞ্চালনা ও অনুষ্ঠানের শেষে দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন,- হযরত মাওঃ আব্দুল মান্নাফ, খতিব অঞ্জনগাছী ছয়আনি পাড়া জামে মসজিদ। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় কে আরো উন্নত করা সহ বিদ্যালয়ের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন অতিথিবৃন্দ। সভাপতি জনাব কারশেদ আলমের সভাপতিত্বে সমাপ্তি বক্তব্য এবং ছাত্র/ছাত্রী ও অতিথিদের মাঝে মিষ্টি বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker